• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করতে সৌদিকে কেন চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র?

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ অক্টোবর ২০২০, ০৯:১৪
ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করতে সৌদিকে কেন চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র?
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ছবি : খালিজ টাইমস)

মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে মুসলিম রাষ্ট্র সৌদি আরবও স্বাভাবিক সম্পর্ক স্থাপন করবে বলে আশা করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি বলেন, আমাদের প্রত্যাশা সৌদি আরব ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের বিষয়টি বিবেচনা করবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল, আমিরাত ও বাহরাইনের মধ্যে সম্পর্ক স্বাভাবিকতার জন্য আগস্টে স্বাক্ষরিত বিতর্কিত আব্রাহাম চুক্তির অংশ হিসেবে আঞ্চলিক কূটনীতিতে অংশগ্রহণের জন্য সৌদির প্রতি আহ্বান জানান।

বুধবার (১৪ অক্টোবর) সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে এক আলোচনায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

আমি আশা করি সৌদি আরব ফিলিস্তিনি পক্ষকে ইসরায়েলের সঙ্গে ফের সংলাপ ও আলোচনার জন্য উৎসাহ দেবে, বলেন পম্পেও।

আরও পড়ুন : আজারবাইজানে উড়ছে বন্ধু পাকিস্তান-তুরস্কের পতাকা!

আলোচনায় পম্পেও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘকালীন অবস্থানের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন। তেহরান এই অঞ্চলে খারাপ একটি শক্তি হিসেবেও আখ্যায়িত করেছেন।

আরও পড়ুন : উত্তেজনা বাড়িয়ে ভারতের কাছ থেকে প্রথম সাবমেরিন পাচ্ছে মিয়ানমার

উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী সৌদির আরামকো কোম্পানিতে ড্রোন দিয়ে হামলার বিষয়ে ইরানকে দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড