• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাকিস্তানে সরকারি গাড়িবহরে হামলায় নিহত ২০

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ অক্টোবর ২০২০, ০৮:৫৩
পাকিস্তানে সরকারি গাড়িবহরে হামলায় নিহত ২০
আক্রমণের জন্য প্রস্তুত বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা (ছবি : প্রতীকী)

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় করাচি প্রদেশে একটি সরকারি গাড়িবহরে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এতে অন্তত ২০ জনের প্রাণহানি ছাড়াও বেশকিছু লোক গুরুতরভাবে আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বালোচিস্তানে হামলাটি চালানো হয়। জানা গেছে, হামলার শিকার গাড়ি বহরটিতে কয়েকজন সরকারি কর্মকর্তাও ছিলেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, করাচি থেকে ২৫০ কিলোমিটার দূরবর্তী ওরমারা শহরের একটি প্রধান মহাসড়কে আচমকা হামলার শিকার হয় গাড়িগুলো।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে পাক নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন। এদের সবার মরদেহ নিকটবর্তী একটি নৌঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন : আজারবাইজানে উড়ছে বন্ধু পাকিস্তান-তুরস্কের পতাকা!

এ দিকে বালোচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া ল্যাঙ্গোভ হামলায় ১৫ নিহত হয়েছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, সাত থেকে আটজন হামলাকারী রকেট লঞ্চারসহ ভারি অস্ত্র নিয়ে গাড়িবহরে হামলা চালায়। তবে তাদের কাউকে আটক করা যায়নি।

তিনি জানিয়েছেন, হামলায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। মূলত গাড়ি বহরটিতে রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস উন্নয়ন করপোরেশন লিমিটেডের কর্মীরা ছিল বলেও দাবি তার।

অপর দিকে হামলার পরপরই মহাসড়কটি বন্ধ করে এলাকাজুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি সরকার।

আরও পড়ুন : উত্তেজনা বাড়িয়ে ভারতের কাছ থেকে প্রথম সাবমেরিন পাচ্ছে মিয়ানমার

উল্লেখ্য, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী কোনো সংগঠন মর্মান্তিক এই হামলার সঙ্গে জড়িত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড