• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

"আজারবাইজানের সেনাদের ভয়ানক হামলা কেবল সিনেমাতেই দেখেছি"

  আন্তর্জাতিক ডেস্ক

১৫ অক্টোবর ২০২০, ১৬:৫৩
আজারবাইজান

নাগারনো-কারাবাখ নিয়ে চলা যুদ্ধে আজেরি সেনার দাপটের কথা স্বীকার করল আর্মেনিয়া। আর্মেনিয়ান প্রতিরক্ষা মন্ত্রকের সরকারী প্রতিনিধি হিসাবে আর্টসরুন হোভান্নিসিয়ান এক বিবৃতিতে আজারবাইজানের ভয়াবহ আক্রমণের কথা বলেন।

আর্টসরুন হোভান্নিসিয়ান বলেন, আজারবাইজানের সশস্ত্র বাহিনী বিশেষত উত্তরের দিকে এবং দক্ষিণে আরস উপত্যকা থেকে কিছুটা দূরে বড় আকারের আক্রমণাত্মক পদক্ষেপ নিচ্ছে ।

আজারবাইজান সেনাবাহিনী ভয়ানক কামানের গোলার আড়ালে এবং সামরিক সরঞ্জামের ন্যূনতম ব্যবহারের সাথে পদাতিক বাহিনী নিয়ে আক্রমণাত্মক উন্নতি করছে। সামরিক ইউনিটগুলি সফলভাবে আক্রমণ করছে।

আর্মেনিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, আজারবাইজান বিপুল সংখ্যক পদাতিক ব্যবহার করে যুদ্ধে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য একটি নতুন কৌশল প্রয়োগ করছে।

এসময় হোভান্নিসিয়ান বলেন, তিনি এটি কেবল ছবিতে দেখেছিলেন। আজারবাইজান রাতের বেলাতেও যুদ্ধ অব্যাহত রেখেছে।