• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফ্রান্সের ৯ শহরে কারফিউ জারি

  আন্তর্জাতিক ডেস্ক

১৫ অক্টোবর ২০২০, ১৫:৪১
করোনা
ছবি : সংগৃহীত

প্যারিসসহ মোট ৯টি শহরে কারফিউ জারি করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার জেরে ওই ৯ শহরে রাতের বেলা কারফিউ জারির নির্দেশ দেওয়া হয়েছে।

টেলিভিশনে এক সাক্ষাৎকারের সময় ম্যাখোঁ বলেছেন, শনিবার থেকে কারফিউ কার্যকর হবে। অন্তত চার সপ্তাহ কার্যকর থাকবে কারফিউ। রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত লোকজনকে ঘরে থাকার কথা বলা হয়েছে। কারফিউ না মানলে জরিমানা করা হবে।

ফ্রান্স সরকার অবশ্য নতুন করে জনস্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থাও ঘোষণা করেছে। প্রেসিডেন্ট ম্যাখোঁ বলেছেন, আমরা করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদেরকে পদক্ষেপ নিতে হবে।

ফ্রান্সে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে সাত লাখ ৭৯ হাজার ৬৩ জন এবং মারা গেছে ৩৩ হাজার ৩৭ জন। সূত্র : বিবিসি।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড