• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সেনাকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন জিনপিং, উদ্বেগে ভারত

  শিক্ষা ডেস্ক

১৫ অক্টোবর ২০২০, ১৩:৫৯
শিনপিং

চীনা ফৌজকে যুদ্ধের জন্য তৈরি থাকার নির্দেশ দিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। শুধু তাই নয়, সিপাহীদের দেশের প্রতি অনুগত থাকার আবেদনও জানান তিনি।

সিএনএন এর খবর মতে, মঙ্গলবার গুয়াংডং সামরিক ঘাঁটিতে যান প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে নিজের ভাষণে জিংপিং বলেন, “আপনারা অত্যন্ত সতর্ক থাকুন। নিজের দেশের প্রতি অনুগত ও বিশ্বস্ত থাকুন। নিজের শক্তি ও বুদ্ধি লড়াইয়ের জন্য প্রস্তুত করুন।"

এদিকে, লাদাখ নিয়ে ভারতের সঙ্গে সংঘাত চলছে চীনের। সপ্তম সামরিক বৈঠকেও মিলেনি সমাধান। আন্তর্জাতিক মহল মনে করছে, এদিন ভারতকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন চীনা প্রেসিডেন্ট। জিংপিং এর বক্তব্যে ভারতীয় গণমাধ্যমে উদ্বেগের কথা প্রকাশ করে।

অন্যদিকে, তাইওয়ান ও চীনের মধ্যে ক্রমেই বাড়ছে যুদ্ধের সম্ভাবনা। জিনপিংয়ের আমলে বারবার তাইওয়ান দখল করার হুমকি দিচ্ছে বেইজিং। ফলে তাইওয়ান দখলের উদ্দেশ্যও থাকতে পারে বলে অনেকে মনে করছেন। তবে দক্ষিণ চীন সাগর নিয়ে আমেরিকাকেও হুমকি দিতে পারে বেজিং বলেও অনেকের ধারণা।