• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতে দেওয়াল ধসে শিশুসহ ৯ জনের মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

১৪ অক্টোবর ২০২০, ১৪:০৭
ভারতে দেওয়াল ধসে শিশুসহ ৯ জনের মৃত্যু
মরদেহ উদ্ধার করা হচ্ছে (ছবি : দ্য হিন্দু)

ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ শহরে ভারী বর্ষণের ফলে দেওয়াল ধসে দুই মাসের শিশুসহ অন্তত নয়জনের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে শহরটির বান্ধলাগুডা এলাকার মোহাম্মদীয়া হিলসে দুর্ঘটনাটি ঘটে। এদিন মূলত ধসে পড়া দেওয়ালটি ১০টি বাড়ির ওপর পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

টানা বৃষ্টিতে হায়দ্রাবাদের কয়েকটি শহরের বেশ কয়েকটি এলাকা পানিতে ডুবে গেছে, সড়ক ও বিমান যোগাযোগ বিঘ্নিত হচ্ছে।

বুধবার (১৩ অক্টোবর) এক টুইট বার্তায় ভারতীয় লোকসভার সদস্য আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, গত দুই দিন ধরে এখানে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। মোহাম্মদীয়া হিলসে একটি সীমানা দেওয়াল ধসে নয়জনের মৃত্যু ও দুইজন আহত হয়েছেন।

আরও পড়ুন : জাতিসংঘে আসন পেল না সৌদি, ক্ষুব্ধ সালমান

গত তিনদিন থেকে তেলেঙ্গানা ও অন্ধপ্রদেশ রাজ্যে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে রাজ্যের নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে ও এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টিতে তেলেঙ্গানার অন্তত ১৪টি জেলা প্লাবিত হয়েছে। হায়দ্রাবাদের নগর কর্তৃপক্ষ বাসিন্দাদের বাসা থেকে বাইরে বের না হওয়ার বিষয়ে সতর্ক করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড