• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্বে করোনা থেকে সুস্থ ২ কোটি ৬২ লাখ মানুষ

  আন্তর্জাতিক ডেস্ক

১৩ অক্টোবর ২০২০, ১৪:১০
বিশ্বে করোনা থেকে সুস্থ ২ কোটি ৬২ লাখ মানুষ
করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া চীনা নাগরিক (ছবি : সিনহুয়া)

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন প্রায় ২ কোটি ৬২ লাখ মানুষ। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৭৭ লাখ ৩৮ হাজার ৫৬৯ জনে পৌঁছেছে।

জেএইচইউর তথ্য অনুসারে, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ লাখ ৭৮ হাজার ৮৬৮ জন। এছাড়া সুস্থ হয়েছেন ২ কোটি ৬১ লাখ ৯৬ হাজারেরও বেশি মানুষ।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৭৮ লাখ ৩ হাজার ৮৮৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং মৃতের সংখ্যা পৌঁছেছে ২ লাখ ১৪ হাজার ৬৩ জনে। সুস্থ হয়েছেন ৩১ লাখ ৬ হাজারেরও বেশি মানুষ।

সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে করোনা রোগীর সংখ্যা ৭১ লাখ ২০ হাজার ছাড়িয়েছে এবং মারা গেছেন এক লাখ ৯ হাজার ১৫০ জন। সুস্থ হয়েছেন ৬১ লাখ ৪৯ হাজারেরও বেশি মানুষ।

আরও পড়ুন : আর্মেনিয়াকে ধ্বংস না করে বাড়ি ফিরবে না তুরস্কের সেনারা

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫১ লাখ ৩ হাজারেরও বেশি মানুষ। মারা গেছেন এক লাখ ৫০ হাজার ৬৮৯ জন। সুস্থ হয়েছেন ৪৫ লাখ ২৬ হাজারেরও বেশি রোগী।

এ দিকে দেশে মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়েছে। এ সময়ে আরও ৩১ জনের মৃত্যু এবং নতুন করে ১৪৭২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

যা নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৫৫ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৯ হাজার ৭৩৮ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে সোমবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন : ট্রাম্পের সুস্থতা কামনায় উপোষ করে ভারতীয় কৃষকের মৃত্যু

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ১০৯টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ২৮৩টি এবং পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ২২৭টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২০ লাখ ৮৪ হাজার ২২২টি।

নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১.১৩ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত ১৮.২২ শতাংশ।

নতুন যে ৩১ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৯ জন এবং নারী ১২ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ হাজার ২৭৫ জন বা ৭৬.৯৬ শতাংশ এবং নারী ১ হাজার ২৮০ জন বা ২৩.০৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪৬ শতাংশ।

অপর দিকে আরও ১ হাজার ৫৩১ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। যা নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৩৯১জনে দাঁড়িয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭৭.৫২ শতাংশ। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন : আর্মেনিয়ার জন্য রাশিয়াকে ধমক দিল তুরস্ক

গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর এই ভাইরাস দ্রুত পৃথিবীর অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে। গত ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে মহামারি ঘোষণা করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড