• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

১৮ অক্টোবরকে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক পরাজয়ের দিন ঘোষণা ইরানের

  আন্তর্জাতিক ডেস্ক

১৩ অক্টোবর ২০২০, ১২:২৭
১৮ অক্টোবরকে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক পরাজয়ের দিন ঘোষণা ইরানের
আক্রমণের জন্য প্রস্তুত ক্ষেপণাস্ত্র (ছবি : প্রতীকী)

আগামী ১৮ অক্টোবরকে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ঐতিহাসিক পরাজয়ের দিন ঘোষণা করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিব যাদেহ বলেছেন, ঐ দিন সকাল থেকে ইরানবিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। দিনটি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ঐতিহাসিক পরাজয়ের দিন।

সোমবার (১২ অক্টোবর) রাজধানী তেহরানে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, সেদিন থেকে ইরানের ২৩ জন কর্মকর্তার সফরের সুযোগও উন্মুক্ত হবে। তাদের বিদেশ সফরের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা ছিল।

খাতিব যাদেহের মতে, মার্কিন যুক্তরাষ্ট্র সব ধরণের অপচেষ্টা ও ষড়যন্ত্র চালিয়েও জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করতে পারেনি। ইরান আবারও সবার সামনে এই বাস্তবতা তুলে ধরেছে যে, মার্কিন সরকার যতটুকু দাবি করে আসলে তারা ততটুকু শক্তিশালী নয়।

আরও পড়ুন : আর্মেনিয়াকে ধ্বংস না করে বাড়ি ফিরবে না তুরস্কের সেনারা

তিনি বলেছিলেন, ইরান একটি দায়িত্বশীল ও শান্তিকামী রাষ্ট্র। অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরও ইরানের এই নীতিতে কোনো পরিবর্তন আসবে না।

আরও পড়ুন : আজারবাইজানের গোলায় ধ্বংস আর্মেনিয়ার শক্তিশালী পাঁচ ড্রোন (ভিডিয়ো)

ব্রিটেনের কাছে ইরানের পাওনা অর্থ প্রসঙ্গে তিনি বলেন, ব্রিটেন ইরানের অর্থ ফেরত দিতে দেরি করছে। আর এর ফলে তাদের আর্থিক ঋণের বোঝা প্রতিদিন আরও ভারী হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড