• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

শর্তসাপেক্ষে মার্কিন বাহিনীকে হত্যা না করার ঘোষণা হাশদ আশ-শাবির

  আন্তর্জাতিক ডেস্ক

১২ অক্টোবর ২০২০, ১৫:৪৫
শর্তসাপেক্ষে মার্কিন বাহিনীকে হত্যা না করার ঘোষণা হাশদ আশ-শাবির
আহত মার্কিন সেনাকে উদ্ধার করা হচ্ছে (ছবি : আল-জাজিরা)

মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের শর্তসাপেক্ষে হত্যা না করার ঘোষণা ইরাকের প্রতিরোধকামী সংগঠন হাশদ আশ-শাবির যোদ্ধারা। সংগঠনটি বলছে, ইরাকের মাটি থেকে বিদেশি সেনা প্রত্যাহার করে নেওয়ার সুযোগ দিতে তারা হামলা এ বন্ধের ঘোষণা দিচ্ছে।

বিবৃতিতে বলা হয়, ইরাকের জাতীয় এবং রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সুস্পষ্ট ও সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণার প্রতি সম্মান দেখিয়ে এই শর্তসাপেক্ষ সুযোগ দেওয়া হচ্ছে। বিবৃতিতে মার্কিন সরকারকে যে ধরনের যে কোনো ধরনের প্রতারণা, দীর্ঘসূত্রতা অথবা বিলম্ব করার পরিণতি সম্পর্কে সতর্ক করে দেওয়া হয়েছে।

প্রতিরোধকারী সংগঠনগুলো বলছে, ইরাকের মাটি থেকে মার্কিন সেনাসহ বিদেশী সেনা প্রত্যাহার করা হবে দেশটির জনগণের মূল দাবি পূরণ করার শামিল।

আরও পড়ুন : মার্কিন সেনাদের এবার কবরে পাঠানোর হুঁশিয়ারি হিজবুল্লাহর

যদি তারা এই দাবি পূরণ করতে ব্যর্থ হয় তাহলে আমরা যুদ্ধের দিকে অগ্রসর হবো। আমেরিকাকে দ্বিগুণ মূল্য এবং নাকে খত দিতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড