• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ১০ সেনাসহ নিহত ১৩

  আন্তর্জাতিক ডেস্ক

১২ অক্টোবর ২০২০, ০৮:১৯
আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ১০ সেনাসহ নিহত ১৩
বিস্ফোরণের পর হতাহতদের উদ্ধার করা হচ্ছে (ছবি : রয়টার্স)

ফের রক্তাক্ত হলো যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র আফগানিস্তান। সড়কের পাশে পড়ে থাকা বোমা বিস্ফোরিত হয়ে ১০ সেনাসহ অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। এতে বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন বলেও দাবি স্থানীয়দের।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, আফগানিস্তানের শের ই পাল প্রদেশে সেনা কনভয়কে নিশানা করা হয়েছিল। যদিও তালিবান কিংবা অন্য কোনো গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রের খবর, দেশটির বাঘলানে আরও একটি মাইন উদ্ধার করা হয়েছে। সেটি নিষ্ক্রিয় করা হয়েছে।

এ দিকে কয়েকদিন আগেই লাঘমানে ভয়াবহ বিস্ফোরণে ৮ জনের মৃত্যু হয়। লাঘমানের প্রাদেশিক গভর্নর রহমাতুল্লা ইয়ারমলের কনভয় লক্ষ্য করে এদিন বিস্ফোরণ ঘটানো হয়। ভয়াবহ সেই বিস্ফোরণে অল্পের জন্য প্রাণে বেঁচে যান প্রাদেশিক গভর্নর। ৮ জনের মৃত্যুর পাশাপাশি আহত হন ৩০ জনেরও বেশি মানুষ।

আরও পড়ুন : আর্মেনিয়াকে ধ্বংস না করে বাড়ি ফিরবে না তুরস্কের সেনারা

প্রাদেশিক গভর্নর রহমাতুল্লা ইয়ারমলের সামান্য আঘাত লাগলেও তা গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আসাদুল্লাহ দৌলতজাই জানান গভর্নর এখন সুস্থ রয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড