• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

জো বাইডেনের জন্য ভোট চাইলেন গ্রেটা থানবার্গ

  আন্তর্জাতিক ডেস্ক

১১ অক্টোবর ২০২০, ২২:৪১
করোনা
ছবি : সংগৃহীত

পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ জো বাইডেনকে ভোট দিতে মার্কিন ভোটারদের অনুরোধ জানিয়ে বলেছেন, ‘জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

জলবায়ু আন্দোলন ‘ফ্রাইডে ফর ফিউচারের’ প্রতিষ্ঠাতা সুইডেনের ১৭ বছর বয়সী গ্রেটা টুইট বার্তায় লিখেছেন, ‘আমি কখেনোই দলীয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। কিন্তু আসন্ন মার্কিন নির্বাচন এসব কিছুর ঊর্ধ্বে।’

গ্রেটা লিখেছেন, ‘জলবায়ু পরিবর্তন থেকে এটা অনেক দূরে। আপনারাও অনেকেই অন্যান্য প্রার্থীকে সমর্থন দিচ্ছেন। কিন্তু আমি বলছি যে, আর আপনারাও জানেন, ‘জঘন্য’। সংগঠিত হোন এবং বাইডেনকে ভোট দিন।’

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে দেশটির পরিবেশ নিয়ে উদ্বিগ্ন ভোটারদের তাদের দাবি জোরালোভাবে তুলে ধরারও আহ্বান জানিয়েছেন গ্রেটা থানবার্গ।

প্রসঙ্গত, ২০১৮ সালে সুইডেনের পার্লামেন্টের সামনে স্কুল ছুটির দিন শুক্রবার জলবায়ু ধর্মঘট করে বিশ্বব্যাপী জলবায়ু আন্দোলনের সূচনাকারী গ্রেটাকে ২০১৯ সালে ‘পারসন অব দ্য ইয়ার’ খেতাব দেয় টাইম ম্যাগাজিন।

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিকে গুরুত্ব দেন না তিনি। গ্রেটাকে পছন্দ করেন না এবং তাকে নিয়ে নানা নেতিবাচক মন্তব্য করেন ট্রাম্প।

ট্রাম্প একবার এক টুইট বার্তায় লিখেছিলেন, ‘গ্রেটাকে অবশ্যই তার রাগ নিয়ন্ত্রণ সমস্যা নিয়ে কাজ করতে হবে। এর পর এক বন্ধুর সঙ্গে দেখতে যেতে হবে পুরনো ধাঁচের সিনেমা। উল্লাস করো গ্রেটা উল্লাস।’

অপরদিকে গ্রেটার সঙ্গে দেখা করেছেন ওবামা প্রশাসনের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় গ্রেটার এমন লড়াইয়ের প্রতিশ্রুতি নিয়ে ব্যাপক প্রশংসাও করেছিলেন তিনি।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড