• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

অন্যকে সংক্রমিত করার ঝুঁকিতে নেই ট্রাম্প : হোয়াইট হাউজ

  আন্তর্জাতিক ডেস্ক

১১ অক্টোবর ২০২০, ১৭:৩৬
করোনা
ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বারা অন্যদের সংক্রমিত হওয়ার ঝুঁকি নেই বলে জানিয়েছে হোয়াইট হাউজ। শনিবার তার চিকিৎসক সিন কনলে বলেন, ট্রাম্প অন্যকে সংক্রমিত করার ঝুঁকিতে নেই। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

হোয়াইট হাউজের চিকিৎসক এক বিবৃতিতে বলেন, শনিবার সকালের কোভিড পিসিআরের নমুনা পরীক্ষায় ট্রাম্পের দেহে সক্রিয়ভাবে ভাইরাস বৃদ্ধির কোনও প্রমাণ মেলেনি। বরং তার শরীরে ভাইরাসের পরিমাণ কমে যাচ্ছে। তার দ্বারা অন্যরা সংক্রমিত হবে না।

তিনি আরও বলেন, ১০ দিন আগে ট্রাম্পের শরীরে করোনার উপসর্গ দেখা দিয়েছিল। একদিন পর ২ অক্টোবর তিনি হাসপাতালে ভর্তি হন।

তবে ট্রাম্প করোনামুক্ত হয়েছেন কিনা সে সম্পর্কে কনলে কিছু না জানিয়ে আরও বলেন, ট্রাম্পের শরীরে জ্বর নেই। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। এদিকে, করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর প্রথমবারের মতো কোনও প্রকাশ্য অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন ট্রাম্প। সোমবার হাসপাতাল থেকে হোয়াইট হাউজে ফেরেন ট্রাম্প। বৃহস্পতিবার তার চিকিৎসক শন কোনলি দাবি করেন, প্রেসিডেন্ট তার করোনা চিকিৎসার কোর্স সম্পন্ন করেছেন এবং শিগগিরই জনসংযোগে অংশ নিতে পারবেন। এর দুই দিনের মাথায় মাস্ক ছাড়াই প্রকাশ্য অনুষ্ঠানে ভাষণ দিলেন তিনি।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড