• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফিলিস্তিনিদের দেড় লাখ ঘরবাড়ি ভেঙেছে ইসরায়েল

  আন্তর্জাতিক ডেস্ক

০৮ অক্টোবর ২০২০, ০৯:২০
ফিলিস্তিনিদের দেড় লাখ ঘরবাড়ি ভেঙেছে ইসরায়েল
ফিলিস্তিনিদের ঘরবাড়ি ভেঙে দিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী (ছবি : রয়টার্স)

মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত নিরীহ ফিলিস্তিনিদের প্রায় এক লাখ ৬৬ হাজার ঘরবাড়ি ভেঙে দিয়েছে। এছাড়া ইহুদিদের দখলদারিত্বের কারণে বিগত সময়গুলোতে ১০ লাখ ফিলিস্তিনি মুসলিম উদ্বাস্তু হয়েছেন।

সম্প্রতি আরব স্টাডিজ অ্যাসোসিয়েশনের ল্যান্ড রিসার্চ সেন্টার এ সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে। মূলত সেখানেই বিষয়টি নিশ্চিত করা হয়। গুরুত্বপূর্ণ সেই রিপোর্টের বরাতে বুধবার (৭ অক্টোবর) ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার আলাদা প্রতিবেদন প্রচার করে।

অধিকৃত জেরুজালেম আল-কুদস শহর ভিত্তিক এই সংগঠন বলছে, ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল এখন পর্যন্ত এক লাখ ৬৫ হাজার ৬৯০টি ফিলিস্তিনি ঘরবাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। যার কারণে ১০ লাখ নিরীহ ফিলিস্তিনি মুসলিম অভ্যন্তরীণভাবে এবং ভিটেমাটি ছেড়ে ভিনদেশে উদ্বাস্তু হতে বাধ্য হয়েছেন।

আরও পড়ুন : বিধ্বংসী ক্ষেপণাস্ত্র-হেলিকপ্টারবাহী ভয়ঙ্কর যুদ্ধজাহাজ আনছে ইরান

সংগঠনটি আরও জানিয়েছে, চলতি ২০২০ সালের প্রথম নয় মাসে দখলদার বাহিনী ৪৫০টি ঘরবাড়ি ও প্রতিষ্ঠান ধ্বংস করেছে। শুধু তাই নয়, বহু ফিলিস্তিনিকে তাদের ঘরবাড়ি নিজেদের হাতে ধ্বংস করতে বাধ্য করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড