• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আফগান গভর্নরের গাড়িতে ভয়াবহ বোমা হামলায় নিহত ৮

  আন্তর্জাতিক ডেস্ক

০৬ অক্টোবর ২০২০, ১৪:২২
আফগান গভর্নরের গাড়িতে ভয়াবহ বোমা হামলায় নিহত ৮
বোমা হামলায় বিধ্বস্ত আফগান শহর (ছবি : আল-জাজিরা)

আফগানিস্তানের লাগমন প্রদেশের গভর্নরের গাড়িবহরকে লক্ষ্য করে ভয়াবহ বোমা হামলা চালানো হয়েছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত গভর্নরের চারজন দেহরক্ষীসহ কমপক্ষে আটজনের প্রাণহানি ঘটেছে।

ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়, মর্মান্তিক এ ঘটনায় গভর্নর রহমত উল্লাহ ইয়ারমাল গুরুতরভাবে আহত হয়েছেন। এ ঘটনায় হতাহত হয়েছেন কমপক্ষে ৪০ জন।

গভর্নর ইয়ারমালের মুখপাত্র আসাদুল্লাহ দোলাতজাই বলেছেন, সোমবার (৫ অক্টোবর) ভোরে চালানো এ হামলায় নিহতের মধ্যে কয়েকজন বেসামরিক নাগরিক রয়েছেন।

বিশ্লেষকদের মতে, আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ গনি কাতার সরকারের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে বর্তমানে দোহায় রয়েছেন। ঠিক এমন সময়ে মর্মান্তিক ঘটনাটি ঘটল।

আরও পড়ুন : আর্মেনীয়দের চরম নিষ্ঠুরতায় সেদিন উচ্ছেদ হয়েছিল লক্ষ আজেরি

প্রেসিডেন্টের উপ-মুখপাত্র দাওয়া খান মীনাপাল বলেন, প্রেসিডেন্ট গনি সেখানে আফগান সরকারি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করবেন। যারা বর্তমানে তালিবান নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন : সৌদি কারাগারে ভয়ঙ্কর যন্ত্রণায় রয়েছেন হামাস নেতা

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রায় তিন সপ্তাহের আলোচনার পর এখনো পক্ষগুলো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। এসব কারণে আলোচনাটি দীর্ঘ ও জটিল হবে বলে ধারণা সংশ্লিষ্টদের।

ভয়াবহ আক্রমণের ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড