• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

লকডাউনের মধ্যেই নেতানিয়াহুর বিরুদ্ধে ভয়াবহ বিক্ষোভ ইসরায়েলে 

  আন্তর্জাতিক ডেস্ক

০৪ অক্টোবর ২০২০, ১৪:৫৪
লকডাউনের মধ্যেই নেতানিয়াহুর বিরুদ্ধে ভয়াবহ বিক্ষোভ ইসরায়েলে 
সড়কে বিক্ষোভরত ইসরায়েলি জনতা (ছবি : জেরুজালেম পোস্ট)

মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলে চলমান লকডাউনের মধ্যেই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ভয়াবহ বিক্ষোভ শুরু হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার (৩ অক্টোবর) কয়েক হাজার মানুষের অংশগ্রহণে তীব্র সরকারবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। যা এখনো অব্যাহত আছে।

এদিন করোনা মোকাবিলায় জারি করা লকডাউন উপেক্ষা করেই রাজপথে নেমে আসেন হাজারো মানুষ। দুর্নীতির দায়ে বিচারের মুখোমুখি হওয়া নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে আওয়াজ তোলেন তারা। বিক্ষোভরতদের দাবি, দুর্নীতি ও করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার দায়ে অবিলম্বে নেতানিয়াহুকে সরে যেতে হবে।

আরও পড়ুন : এবার পুলিশি নির্যাতনের শিকার প্রিয়াঙ্কা গান্ধী

এবার প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগ ছাড়াও সদ্য পাশ হওয়া নতুন একটি আইনের বিরুদ্ধে আওয়াজ তোলে আন্দোলনকারীরা। বিতর্কিত ওই আইনে সরকারবিরোধী বিক্ষোভের রাশ টেনে ধরার কথা বলা হয়েছে। সম্প্রতি দেশটির পার্লামেন্ট বিতর্কিত ওই আইনের অনুমোদন দেয়।

নতুন আইনে নিজ ঘরবাড়ির এক কিলোমিটারের বেশি দূরত্বে বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন : আজারবাইজানের মুসলিম সেনাদের ফাঁদে ফেলতে আর্মেনীয় বাহিনীতে নারীরা

সমালোচকরা বলছেন, করোনা ভাইরাস মোকাবিলায় ব্যর্থতা এবং নেতানিয়াহুর দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ ঠেকাতে চাতুরিপূর্ণ নতুন আইনের আশ্রয় নিয়েছেন নেতানিয়াহু।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড