• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাঝ আকাশে জ্বালানি নিতে গিয়ে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমান 

  আন্তর্জাতিক ডেস্ক

০১ অক্টোবর ২০২০, ০৮:৩২
মাঝ আকাশে জ্বালানি নিতে গিয়ে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমান 
বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ (ছবি: প্রতীকী)

মাঝ আকাশে অপর একটি জ্বালানিবাহী ট্যাংকার বিমান থেকে জ্বালানি নেওয়ার সময় যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি অত্যাধুনিক এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকালে দুর্ঘটনাটির খবর নিশ্চিত করেছে দেশটির সামরিক বাহিনীর মেরিন ইউনিট। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের।

মার্কিন থার্ড মেরিন এয়ারক্রাফট উইং বিবৃতির মাধ্যমে জানিয়েছে, এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত হলেও তার পাইলট সেখান থেকে বের হতে সমর্থ হন। এখন তার চিকিৎসা চলছে।

এ দিকে কেসি-১৩০জে মডেলের জ্বালানিবাহী অপর বিমানটির কোনো ক্রু সদস্যের ক্ষয়ক্ষতি হয়নি এবং সেটি নিরাপদে অবতরণ করেছে।

আরও পড়ুন : তুর্কি গোলায় আর্মেনিয়ার যুদ্ধবিমান ধ্বংসের রোমহর্ষক ভিডিও প্রকাশ

এবিসি নিউজের এক অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইম্পেরিয়াল কাউন্টিতে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।

মার্কিন থার্ড মেরিন এয়ারক্রাফট উইং টুইট বার্তায় লিখেছে, আনুমানিক এক হাজার ৬০০ ফুট উপরে একটি এফ-৩৫বি যুদ্ধবিমান মাঝ আকাশে জ্বালানি নেওয়ার জন্য একটি কেসি-১৩০জে মডেলের জ্বালানিবাহী ট্যাংকার বিমানের সংস্পর্শে আসে। এ সময় এফ-৩৫বি যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।

আরও পড়ুন : আর্মেনিয়া-আজারবাইজানের যুদ্ধে কাকে সমর্থন দিচ্ছে ইরান?

মার্কিন মেরিন ইউনিটের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানের তদন্ত চলছে। বিপদ আচ করতে পেরে জ্বালানিবাহী ট্যাংকার বিমান থার্মাল বিমানবন্দরে ফিরে আসে। সকল যাত্রী নিরাপদে রয়েছে।

যদিও বিষয়টি জানার জন্য রয়টার্সের পক্ষ থেকে মার্কিন মেরিন ইউনিটের সঙ্গে যোগাযোগ করা হলেও তার মন্তব্য করতে রাজি হয়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড