• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

জমি না ছাড়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার হুংকার আজারবাইজানের

  আন্তর্জাতিক ডেস্ক

৩০ সেপ্টেম্বর ২০২০, ২০:৪১
ইলহাম আলিজেব
ছবি: আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিজেব

আজারবাইজান কিছুতেই ছাড় দিবে না নাগরনো ও কারাবাখ। এখন পর্যন্ত যুদ্ধে আজারবাইজান আধিপত্য বিরাজ করছে। আজেরি প্রেসিডেন্ট জমি না পাওয়া অবধি যুদ্ধ চালিয়ে যাওয়ার হুংকার দিয়েছেন।

আজেরি প্রেসিডেন্ট ইলহাম আলিজেব বলেছেন, ' আমাদের এক শর্ত, আর্মেনিয়াকে শর্তহীনভাবে, সম্পূর্নরুপে এবং খুব শিগগিরই আমাদের জমি ছেড়ে যেতে হবে।' তিনি বলেন, 'যদি আর্মেনিয়া আমাদের এই শর্ত মেনে নেয় তবেই এই অঞ্চলে যুদ্ধ এবং রক্তক্ষরণ বন্ধ হয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে।' এ সময় আলিজেব তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়াও তিনি পাকিস্তান এবং আফগানিস্তানকেও ধন্যবাদ জানান।

এর আগে দুই দেশই বিশ্বের অন্যান্য দেশের শান্তি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

আরও পড়ুন- আজারবাইজানের হামলায় আরও ৩ আর্মেনিয়ান নিহত

উল্লেখ্য, নাগরনো এবং কারাবাখ আজারবাইজানের অন্তর্ভুক্ত একটি বিচ্ছিন্ন অংশ। এই অঞ্চলটি নিয়ন্ত্রণ করে আর্মেনিয়ানদের জাতিগত একটি দল এবং তারা আর্মেনিয়ান সরকারের মদদপুষ্ট। ১৯৯০ সালের একটি যুদ্ধের মাধ্যমে এই অঞ্চলটি বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু বিশ্বের কোনো দেশই স্বীকৃতি দেয়নি।