• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

আজারবাইজানের হামলায় আরও ৩ আর্মেনিয়ান নিহত

  আন্তর্জাতিক ডেস্ক

৩০ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪০
আজারবাইজান

নাগরনো ও কারাবাখ ফিরে পেতে বদ্ধপরিকর আজারবাইজান। যুদ্ধে আজারবাইজান আধিপত্য বিরাজ করছে। আর্মেনিয়া জানিয়েছে, আরও তিনজন আর্মেনিয়ান নাগরিক মারা গেছে।

আজারবাইজানের হামলায় কারাবাখে ৩ জন আর্মেনিয়ান মারা গেছে বলে খবর প্রকাশ করেছে সংবাদ সংস্থা আরমেনপ্রেস নিউজ। খবরে বলা হয়, এ তিনজন কারাবাখের মার্তাকার্ট নগরীর বাসিন্দা। তারা আর্মেনিয়ার সাধারণ নাগরিক বলে জানা যায়।

এর আগে আর্মেনিয়া দাবি করেছে, তুরস্কের এফ-১৬ জেট যুদ্ধবিমান দিয়ে হামলা করা হয়েছে। এই হামলায় আর্মেনিয়ার এসইউ যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়। বিমানের পাইলট মেজর ভালেরি ডানেলিন মারা যায়।

আরও পড়ুন- আজারবাইজানের পক্ষ নেওয়ায় তুরস্কের ওপরে চটেছে ফ্রান্স

তবে তুরস্ক এবং আজারবাইজান আর্মেনিয়ার এ দাবি অস্বীকার করেছে। তারা জানায়, আর্মেনিয়া মিথ্যা দাবি করে এই ছবি প্রকাশ করেছে।

উল্লেখ্য, নাগরনো এবং কারাবাখ আজারবাইজানের অন্তর্ভুক্ত একটি বিচ্ছিন্ন অংশ। এই অঞ্চলটি নিয়ন্ত্রণ করে আর্মেনিয়ানদের জাতিগত একটি দল এবং তারা আর্মেনিয়ান সরকারের মদদপুষ্ট। ১৯৯০ সালের একটি যুদ্ধের মাধ্যমে এই অঞ্চলটি বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু বিশ্বের কোনো দেশই স্বীকৃতি দেয়নি।