• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাবরি মসজিদ মামলার রায়ে সীতারাম ইয়েচুরির তীব্র নিন্দা

  আন্তর্জাতিক ডেস্ক

৩০ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫০
করোনা
ছবি : সংগৃহীত

বাবরি মসজিদ মামলার রায় শোনার পর সকলেই সন্তুষ্টি প্রকাশ করলেও উল্টো পথে হাঁটলেন ভারতের সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি। এই রায়ে অসন্তুষ্টি ও তীব্র নিন্দা জানিয়ে তিনি আজকের দিনকে দেশটির বিচার ব্যবস্থার কালো দিন হিসেবে অখ্যায়িত করেন।

তিনি বলেন, যেখানে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বলেছেন কোনও কিছু ভাঙা অপরাধের মধ্যে পড়ে সেখানে এতবড় কাণ্ডে যাঁরা জড়িত তাঁদের বেকসুর খালাস করা হচ্ছে।

আরও পড়ুন : বাবরি মসজিদ মামলার রায় : সব আসামি বেকুসুর খালাস

এআউএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসিও এই রায়ের কড়া সমালোচনা করে বলেছেন বিচার ব্যবস্থার কালো দিন।

অন্যদিকে বাবরি মামলার রায় শোনার পরেই এলকে আদবানীর বাড়িতে ছুটে যায় বিজেপি নেতা রবি শঙ্কর প্রসাদ। আদবানীকে গিয়ে শুভেচ্ছা জানিয়ে আসেন তিনি। জয় শ্রীরাম বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আদবানী।

বাবরি মামলার রায়দানকে স্বাগত জানিয়েছেন গেরুয়া শিবিরের নেতারা। তাঁরা আদবানী, উমা ভারতী, মুরলী মনোহর যোশাীদের শুভেচ্ছাও জানিয়েছেন।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড