• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

আজারবাইজান-আর্মেনিয়া যুদ্ধ চলবেই, কোনো আলোচনা নয়!

  আন্তর্জাতিক ডেস্ক

৩০ সেপ্টেম্বর ২০২০, ১৫:০৫
আজারবাইজান

আর্মেনিয়া-আজারবাইজান নতুন উদ্বেগ ছড়িয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। হামলার জন্য দুই দেশই একে অপরকে দোষী করছে। নাগরনো ও কারাবাখ শত্রুমুক্ত করতে বদ্ধপরিকর আজারবাইজান।

বিশ্বের বিভিন্ন দেশের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করে দুই দেশই যুদ্ধ নিয়ে অনড়। ফিরিয়ে দিয়েছে রাশিয়ার যুদ্ধবিরতি প্রস্তাবও। যার ফলে এই চিন্তা উদ্বেগ বাড়াচ্ছে ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতির। আশংকা করা হচ্ছে আর্মেনিয়া- আজারবাইজানের উত্তাপ ছড়িয়ে পড়তে পারে তুরস্ক রাশিয়ার মধ্যেও।

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়্যেব রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বলছেন, যুদ্ধবিরতি আলোচনার সমস্ত সম্ভাবনা মুছে গেছে। একই টেলিভিশনে আর্মেনিয়ান প্রধানমন্ত্রী নিকোল পেশিনাইয়ান বলেছেন, যুদ্ধ চলাকালীন কোনো আলোচনা নয়।

আরও পড়ুন- আর্মেনিয়া- আজারবাইজান যুদ্ধ: বিশ্বের কোন দেশ কার পক্ষে?

নাগরনো এবং কারাবাখ আজারবাইজানের অন্তর্ভুক্ত একটি বিচ্ছিন্ন অংশ। এই অঞ্চলটি নিয়ন্ত্রণ করে আর্মেনিয়ানদের জাতিগত একটি দল এবং তারা আর্মেনিয়ান সরকারের মদদপুষ্ট। ১৯৯০ সালের একটি যুদ্ধের মাধ্যমে এই অঞ্চলটি বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু বিশ্বের কোনো দেশই স্বীকৃতি দেয়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড