• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইন্ডিয়া গেটে আগুন, ভারত অচলের হুমকি কৃষকদের

  আন্তর্জাতিক ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২০, ১২:৩১
ভারতে কৃষক আন্দোলন

ভারতে বিতর্কিত ৩ কৃষি বিলে মিলেছে রাষ্ট্রপতির অনুমোদন। কিন্তু এরই মধ্যে প্রতিবাদে আজ ফের উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। সকালেই দিল্লির ইন্ডিয়া গেটে ট্রাক্টরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়াও প্রায় গোটা ভারতেই একযোগে চলছে এ আন্দোলন।

১৫ থেকে ২০ জন প্রতিবাদী ইন্ডিয়া গেটে বিক্ষোভ দেখাচ্ছিল। তারাই আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ। অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে। অন্যদিকে কর্নাটকে প্রতিবাদ বিক্ষোভ দেখিয়ে চলেছে কৃষকরা। আজই কৃষিবিলের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করার কথা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের।

ইন্ডিয়া গেটে ট্রাক্টরে আগুন দেওয়ার পর থেকেই প্রতিবাদে উত্তাল রাজধানী দিল্লি। দিল্লি পুলিশের দাবি, মোদীর বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন প্রতিবাদীরা। এদিকে কৃষিবিলের প্রতিবাদে আজ উত্তাল হয়ে উঠেছে পাঞ্জাব। ভগত সিংয়ের জন্মদিন উপলক্ষ্যে আন্দোলন আরও জোরদার হবে বলে ভারতীয় এক সংবাদমাধ্যমের খবর। আজই কৃষিবিলের প্রতিবাদে আজ অবস্থান বিক্ষোভে বসতে চলেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।

এদিকে আজ বিজেপি শাসিত কর্নাটকেও শুরু হয়েছে কৃষক বিক্ষোভ। কর্নাটক সহ গোটা দেশ থমকে দেওয়ার হুমকি দিয়েছেন কৃষকরা। সকাল থেকেই একাধিক জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তারা। পথ অবরোধ করে চলছে বিক্ষোভ। পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। রাজ্য অচল করার ডাক দিয়েছেন কৃষকরা।

আরও পড়ুন : পাকিস্তানে হামলা চালানো ঘাতক কমান্ডোরা এবার চীনা সীমান্তে

তবে, বিরোধীরা কৃষকদের ভুল বোঝাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেকারণে বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে কৃষিবিল নিয়ে বোঝানোর কথা বলেছেন তিনি। গতকালই কৃষিবিলে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড