• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

দুই ফিলিস্তিনি ভাইকে গুলি করে মারল মিসরের নৌ-সেনারা

  আন্তর্জাতিক ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২০, ২০:৪০
করোনা
ছবি : সংগৃহীত

মিসরের নৌ-সেনার গুলিতে দুই ফিলিস্তিনি জেলে নিহত হয়েছে বলে এক খবরে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

শুক্রবার রাফাহ শহরের দক্ষিণ সীমান্তের উপকূলে তিন ফিলিস্তিনিকে গুলি করে মিসরের বাহিনী।

পেশায় জেলে এ তিন ব্যক্তিই ছিলেন ভাই। যার মধ্যে দুজনই নিহত হন, বেঁচে যান তাদের অপর ভাই। গুরুতর আহত অবস্থায় মিসরে তার চিকিৎসা চলছে।

নিহত দুই ব্যক্তির লাশ শনিবার মিসরের পক্ষ থেকে ফেরত দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন গাজার হামাস সরকারের কর্মকর্তারা।

এক বিবৃতিতে হামাস জানায়, সন্তানদের নিয়ে জীবনধারণের চেষ্টা করে যাওয়া এসব মানুষের ওপর বারবার সহিংস আচরণের কোনো যৌক্তিকতা নেই।

এ ঘটনায় মিসরের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ফলে নিহত জেলেদের মাছ ধরার নৌকা মিসরের জলসীমায় ঢুকে পড়েছিল কী না, সেটি নিশ্চিত করা যায়নি।

গাজার সমুদ্র উপকূলে ইসরায়েলি বাধার কারণে ফিলিস্তিনি জেলেদের নৌকা অনেক সময় মিসরের জলসীমায় ঢুকে পড়ে। এর আগেও মিসরের বাহিনীর গুলিতে ফিলিস্তিনি জেলেদের হতাহতের ঘটনা ঘটে।

এ ছাড়া সীমান্তে ফিলিস্তিনিদের চলাফেরা ও পণ্য পরিবহনেও কড়াকড়ি আরোপ করে রেখেছে মিসর।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড