• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সীমান্তে বাজছে চীনা লাউডস্পিকার, স্বস্তি ফেরাবে ভারতের রেডিও

  আন্তর্জাতিক ডেস্ক

২৫ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪৪
সীমান্তে বাজছে চীনা লাউডস্পিকার, স্বস্তি ফেরাবে ভারতের রেডিও
রেডিও হাতে ভারতীয় সেনাবাহিনী (ছবি : প্রতীকী)

সীমান্ত অঞ্চলে অল ইন্ডিয়া রেডিওর সম্প্রচার পৌঁছে দিতে উদ্যোগী হল ভারতের কেন্দ্রীয় সরকার। বুধবার (২৩ সেপ্টেম্বর) লোক সভায় ওঠা প্রশ্নের লিখিত জবাবে এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর।

মন্ত্রী দাবি করেছেন, অল ইন্ডিয়া রেডিওর সম্প্রচার গ্রামীণ ও সীমান্ত অঞ্চলসহ দেশের প্রতিটি অংশে পৌঁছে গিয়েছে।

কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী, দেশের জনসংখ্যার ৯৯.২% এর কাছে পৌঁছতে সক্ষম হয়েছে অল ইন্ডিয়া রেডিওর সম্প্রচার। একই সঙ্গে দূরদর্শনের সম্প্রচার পৌঁছচ্ছে দেশের ৯২% মানুষের কাছে।

অন্য দিকে দূরদর্শন ফ্রি ডিশ ডিটিএইচ প্ল্যাটফর্ম বিনামূল্যে দূরদর্শনের চ্যানেলগুলোর সঙ্গে অল ইন্ডিয়া রেডিওর সব চ্যানেল এবং দেশের বেসরকারি টিভি ও এফএম চ্যানেল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ছাড়া দেশের প্রায় সব প্রান্তে পৌঁছে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন : ট্রাম্পের বাড়ি গেলেই ময়লা কাপড় সঙ্গে নেন নেতানিয়াহু!

আবার সি-ব্যান্ড মারফৎ আন্দামান ও নিকোবরে স্যাটেলাইটের মাধ্যমে অল ইন্ডিয়া রেডিও ও দূরদর্শনের চ্যানেলগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে প্রসার ভারতী।

জাভড়েকর জানিয়েছেন, এবার ইন্টারনেটের মাধ্যমে নিউজ অনএয়ার অ্যাপ দিয়ে অ্যান্ড্রয়েড ও আইফোন প্ল্যাটফর্মে এই পরিষেবা পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে।

পাশাপাশি দেশে অল ইন্ডিয়া রেডিওর সম্প্রচারের ব্যাপ্তি বাড়াতে একাধিক প্রকল্প শুরু করেছে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে রয়েছে দেশজুড়ে ৩২টি এফ এম ট্রান্সমিটার বসানোর কাজ চলছে বলে জানিয়েছেন মন্ত্রী। অন্যান্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে স্থানীয় সম্প্রচারের জন্য ১১১টি স্থানে ১০০ ওয়াটযুক্ত এফ এম ট্রান্সমিটার বসানো এবং পাঁচটি ৫ কিলোওয়াটের এফ এম ট্রান্সমিটার জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর অঞ্চলে বসানোর ব্যবস্থা।

আরও পড়ুন : নর্দমা পরিষ্কারে নেমে মিলল চোখ ছানাবড়া দৈত্যাকার ইঁদুর! (ভিডিও)

এই সমস্ত ট্রান্সমিটার বসছে জম্মু-কাশ্মীরের গ্রিন রিজ, পাটনিটপ ও রাজৌরিতে ২টি এবং লাদাখের হিম্বোটিংলাতে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড