• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতে ওএনজিসি প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ

  আন্তর্জাতিক ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০২০, ১৩:০২
ভারতে ওএনজিসি প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ
ভয়াবহ বিস্ফোরণের শিকার ওএনজিসি প্ল্যান্ট (ছবি : ওয়ান ইন্ডিয়া)

ভারতের অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের (ওএনজিসি) একটি প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোর ৩টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১৫টি ইঞ্জিন। তবে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ওএনজিসি সূত্র জানিয়েছে, কয়েকটি বিস্ফোরণের পর সেখানে বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে, বেশ কয়েক কিলোমিটার দূর থেকেও ধোঁয়া দেখা গেছে। যদিও বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

সুরতের কালেক্টর ধবল পটেল জানান, এদিন ভোর ৩টা নাগাদ প্ল্যান্টের মধ্যে পরপর তিনটি বিস্ফোরণ ঘটে। তারপরই ছড়িয়ে পড়ে ভয়াবহ রকমের আগুন। যদিও এখন পর্যন্ত কোনো প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন : কাশ্মীর ইস্যুতে কেন বারবার ভারতকেই তুলোধুনো করছেন এরদোগান?

তবে ধারণা করা হচ্ছে, এবার বিস্ফোরণের ফলে ওএনজিসি প্ল্যান্টে বিরাট অংকের ক্ষতি সাধন হয়েছে। ঘটনাস্থলে দমকল বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।

সূত্র : ওয়ান ইন্ডিয়া

ওএনজিসি প্ল্যান্টে বিস্ফোরণের ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড