• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘করোনা’ শব্দটা শুনলেই মনে হয় ইতালির কোনও দর্শনীয় স্থান: ট্রাম্প

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ সেপ্টেম্বর ২০২০, ১৭:২৭
ট্রাম্প

আবারও হাস্যকর মন্তব্য করে স্যোশাল মিডিয়ায় ট্রলের শিকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেনসিলভ্যানিয়ায় নির্বাচনের প্রচারে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 'করোনা নামটা শুনলেই মনে হয় সুন্দর কোনও জায়গা। যেন ইতালির কোনও দর্শনীয় স্থান।' করোনা ভাইরাসকে চীনা ভাইরাস নামে আগেও একাধিক বার ডেকেছেন ট্রাম্প। গত মার্চেই তিনি দাবি করেছিলেন চীনই নোভেল করোনাভাইরাসের সংক্রমণের জন্য দায়ী। সেই সময় থেকেই তিনি কোভিড-১৯-কে চীনা ভাইরাস নামে ডেকে এসেছেন। এমনকী, গত আগস্টেও করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকা অনেক সংক্রমিতের মৃত্যুকে এড়াতে পেরেছে বলে ঘোষণা করার সময়ও তিনি করোনাকে চীনা ভাইরাস বলে উল্লেখ করেছিলেন।

এদিনের নির্বাচনী সভাতেও একই সুর শোনা গিয়েছে মার্কিন প্রেসিডেন্টের গলায়। তিনি বলেন, এটি আসলে একটি চীনা ভাইরাস। তিনি তার অনুগামীদের অনুরোধ করেছেন, গোটা পৃথিবীতে সংক্রমণের আতঙ্ক ছড়িয়ে দেওয়া ভাইরাসকে করোনা ভাইরাস নামে না ডাকতে। কেননা নামটা শুনলে ইতালির কোনও দর্শনীয় স্থান বলে মনে হয়। এদিনের নির্বাচনী সভায় ট্রাম্প দাবি করেন, পুনর্নিবাচিত হয়ে এলে তার প্রশাসন আগামী চার বছরে আমেরিকাকে বিশ্বের এক শক্তিশালী উৎপাদক দেশ হিসেবে গড়ে তুলবে। চীনসহ অন্যান্য দেশের প্রতি আমেরিকার নির্ভরতা একবারে শেষ করে দেবে।