• শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০  |   ২৮ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

sonargao

ষড়যন্ত্রের শিকার ইমরান খান! সেনাবাহিনীর সঙ্গে গোপন বৈঠকে আইএসআই

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ সেপ্টেম্বর ২০২০, ১৪:৫২
ষড়যন্ত্রের শিকার ইমরান খান! সেনাবাহিনীর সঙ্গে গোপন বৈঠকে আইএসআই
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (ছবি : দ্য ডন)

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এবং আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফৈজ হামেদ সম্প্রতি সে দেশের বিরোধী দলগুলোর প্রধান নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বলে খবর পাওয়া গেছে। মূলত এরপরই জল্পনা শুরু হয়েছে- যেই ইমরান খানকে ক্ষমতায় বসাতে উৎসুক ছিল সেনারা, আজ সেই ইমরানের উপরই মোহভঙ্গ হলো তারা। আর তাই গদি উল্টোতে আইএসআই কর্মকর্তাদের সঙ্গে গোপন আতাঁত শুরু হয়েছে পাক সেনাদের।

ইমরানকে হঠাতে পাকিস্তানে বিরোধীদের জোট

ইমরানকে হঠাতে পাকিস্তানের বিরোধী দলগুলোকে নিয়ে ইতোমধ্যে তৈরি হয়েছে নতুন এক জোট। পাকিস্তানি ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) নামক ওই জোটে সামিল হয়েছেন সে দেশের প্রায় সমস্ত বিরোধী দলগুলো। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে আগামী ৪ মাস ধরে তিন পর্যায়ে আন্দোলনের কর্মসূচি হাতে নিয়েছেন তারা।

আরও পড়ুন : কাশ্মীর ইস্যুতে ফের ভারতের রোষানলে পাকিস্তান!

জোট গঠনের পিছনে কি হাত রয়েছে সেনার?

এই জোট গঠণের পিছনে কি হাত রয়েছে সেনার! গোপন বৈঠকের খবর প্রকাশ্যে আসতেই এমন জল্পনা তৈরি হয়েছে। তাই পাকিস্তানের রাজনৈতিক অনিশ্চয়তাপূর্ণ আবহাওয়ার জেরে সেই জল্পনা কেউ উড়িয়েও দিতে পারছে না।

আরও পড়ুন : ইরান ইস্যুতে চীন-রাশিয়াকে ভয়ঙ্কর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

এ দিকে জানা গেছে, নতুন এই জোট আগামী মাস থেকে দেশব্যাপী জনসভা করবে। আর ডিসেম্বর মাস জুড়ে চলবে বিক্ষোভ সমাবেশ।

দীর্ঘ আন্দোলোনের রূপরেখা

আরও পড়ুন : চীনের হামলা, ধসে পরছে ভারতের সাইবার সুরক্ষা

২০২১ সালের জানুয়ারিতে ইসলামাবাদ অভিযানের ডাক দিয়েছে তারা। জোটে অংশ নিয়েছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ পার্টির সভাপতি শাহবাজ শরিফ ও সহসভাপতি মরিয়ম নওয়াজ, পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিসহ অন্যান্য শীর্ষস্থানীয় বিরোধীদলগুলো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড