• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

'বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব ধ্বংস করে দিয়েছে মোদী'

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ সেপ্টেম্বর ২০২০, ১৪:৩০
rahul-modi

ভারত সরকারের কেন্দ্রের বিদেশ নীতি নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ রাহুলের বক্তব্য, বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ককে ধ্বংস করে দিয়েছে মোদী সরকার৷

রাহুলের ট্যুইট, 'প্রতিবেশী দেশগুলির সঙ্গে কংগ্রেস যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দশকের পর দশক ধরে গড়ে তুলেছিল, মোদি সেই সম্পর্ক ধ্বংস করছে৷ এটি খুবই বিপজ্জনক৷ ' চিনের সঙ্গে ভারতের সম্পর্ক বর্তমানে তলানিতে৷ বাংলাদেশের সঙ্গেও ভারতের সম্পর্ক খারাপ হওয়ার জন্য মোদীর বিদেশনীতিকে দায়ী করেছেন কংগ্রেস নেতা৷

আরও পড়ুন- জাতিসংঘে ভারতকে নিয়ে তামাশা করল চীন!

ইতিমধ্যেই করোনা ভাইরাস পরিস্থিতি সামলাতে মোদি সরকারের ব্যর্থতার তীব্র সামালোচনা শোনা গিয়েছে রাহুলের গলায়৷ পাশাপাশি দেশের বেকারত্ব সমস্যা ও বেহাল অর্থনীতি, চিনের সঙ্গে অশান্তি, সব ইস্যুতেই মোদি সরকারকে বিঁধছে কংগ্রেস৷

কংগ্রেস নেতা রাহুল গান্ধির অভিযোগ, দেশের যুবসমাজের কর্মসংস্থানের আশা শেষ করে দিচ্ছে এই সরকার ৷ একের পর এক সরকারি সম্পত্তির বেসরকারিকরণের সিদ্ধান্তে দেশের নয়, মোদীর কাছের মানুষ, কিছু বিশেষ বন্ধুরই সুবিধা হচ্ছে বলে দাবি রাহুলের ৷

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড