• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

৬২ শতাংশ কমেছে সৌদির তেল রপ্তানি

  আন্তর্জাতিক ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০২০, ১৬:২২
করোনা
ছবি : সংগৃহীত

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে সৌদি আরবের তেল রপ্তানির পরিমাণ প্রায় ৬২ শতাংশ হ্রাস পেয়েছে। দেশটির সরকারি সংস্থা সৌদি জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকস এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ২০২০ সালের দ্বিতীয় প্রান্তিকে সৌদি আরবের তেল রফতানি হয়েছে প্রায় ৭৪ দশমিক ৮ বিলিয়ন রিয়াল।

বিশ্বের বৃহত্তম তেল রফতানিকারক এই দেশটির অপরিশোধিত তেলের রফতানিও ধারাবাহিকভাবে কমেছে। করোনাভাইরাস মহামারিতে বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের চাহিদা কমে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বলছে, গত জুলাই মাসে সৌদি আরবের বার্ষিক মূল্যস্ফীতির হার ৬ দশমিক ১ শতাংশে পৌঁছেছে। যা আগের মাসের চেয়ে ০ দশমিক ৫ শতাংশ বেশি।

বিশ্বের তেল রফতানিকারক দেশগুলোর জোট ওপেক এবং এর মিত্ররা তেলের উৎপাদন নজিরবিহীনভাবে কমিয়ে ফেলেছে। ওপেক এবং মিত্ররা তেলের উৎপাদন দিনে ৯৭ লাখ ব্যারেল কমিয়েছে; যা বৈশ্বিক সরবরাহের ১০ শতাংশের সমান।

করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে জ্বালানির চাহিদা ব্যাপকহারে কমে এসেছে। এর প্রভাব পড়েছে তেল রফতানিকারক দেশগুলোর অর্থনীতির ওপর। তেল-নির্ভর মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব করোনাভাইরাসের প্রকোপ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে।

দেশটিতে এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৮ হাজার ১৪৪ এবং মারা গেছেন ৪ হাজার ৩৯৯ জন।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড