• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাকিস্তানের কারণে এসসিওর সভা থেকে ওয়াকআউট ভারতের

  আন্তর্জাতিক ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০২০, ১৪:১৪
পাকিস্তানের কারণে এসসিওর সভা থেকে ওয়াকআউট ভারতের
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ছবি : এনডিটিভি)

পাকিস্তানের আচরণে ক্ষুদ্ধ হয়ে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সদস্য রাষ্ট্রগুলোর ভার্চুয়াল বৈঠক থেকে ওয়াকআউট করেছে প্রতিবেশী রাষ্ট্র ভারত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গুরুত্বপূর্ণ সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেন সদস্য রাষ্ট্রগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা (এনএসএ)। বৈঠকে পাকিস্তানের পক্ষ থেকে উপস্থাপন করা 'কল্পিত মানচিত্রে' দু'দেশের সীমান্তকে সঠিকভাবে চিত্রিত করা হয়নি বলে অভিযোগ করেছে নয়াদিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, স্বাগতিক হিসাবে রাশিয়ার অবহেলার কারণেই পাকিস্তান এমন কাজ করেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, ইসলামাবাদের এমন আচরণ আয়োজকদের পরামর্শকে অবজ্ঞা ও সভার নিয়ম লঙ্ঘনের শামিল। উদ্ভূত পরিস্থিতিতে স্বাগতিকদের সঙ্গে আলোচনা করেই ভারত ওয়াকআউট করে বলে জানান তিনি।

আরও পড়ুন : মিয়ানমারে অপারেশন ক্লিয়ারেন্সের নামে ফের রোহিঙ্গাদের নির্যাতন

তার মতে, এ ধরনের কর্মকাণ্ড সভার মূল লক্ষ্যকে ব্যাহত করেছে। একই সঙ্গে এটি স্বাগতিকদের জন্যও অবমাননার।

আরও পড়ুন : সীমান্তে উচ্চশব্দে গান বাজাচ্ছে চীন, বিরক্ত ভারতীয় সেনারা

রাশিয়ান ফেডারেশনের জাতীয় সুরক্ষা কাউন্সিলের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভ বলেন, ভার্চুয়াল এই সভা আয়োজনের জন্য তিনি ব্যক্তিগতভাবে এসসিওর প্রতি কৃতজ্ঞ।

আরও পড়ুন : অবশেষে রোহিঙ্গা নিপীড়নের স্বীকারোক্তি দিল মিয়ানমার সেনাবাহিনী

তিনি আরও বলেন, পাকিস্তান যা করেছে রাশিয়া তা সমর্থন করে না। তাই তারা আশা করছেন, পাকিস্তানের উস্কানিমূলক কর্মকাণ্ড এসসিওতে ভারতের অংশগ্রহণকে প্রভাবিত করবে না। এসসিওর আগামী সভায় সবার অংশগ্রহণের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন পাত্রুশেভ।

সূত্র : জি-ফাইভ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড