• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

সীমান্তে উচ্চশব্দে গান বাজাচ্ছে চীন, বিরক্ত ভারতীয় সেনারা 

  আন্তর্জাতিক ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০২০, ১৩:৪৭
সীমান্তে উচ্চশব্দে গান বাজাচ্ছে চীন, বিরক্ত ভারতীয় সেনারা 
সীমান্তে মোতায়েন চীনের সেনা সদস্যরা (ছবি : সিনহুয়া)

গত কয়েক মাস ধরে বিতর্কিত লাদাখ সীমান্তে এশিয়ার পরাশক্তি চীনের সঙ্গে সংঘাত চলছে প্রতিবেশী রাষ্ট্র ভারতের। এবার সেই লাদাখেই লাউডস্পিকার দিয়ে ভারতীয় জওয়ানদের পাঞ্জাবি গান শোনাচ্ছেন চীনের সেনারা। খবর হিন্দুস্তান টাইমসের।

প্রতিবেদনে বলা হয়, ভারতীয় সেনাদের মনোবল ভাঙতেই চীনের পক্ষ থেকে এমনটি করা হচ্ছে। ভারতে এক সাবেক সেনাপ্রধানের মতে, ষাটের দশকেও এমন পন্থা অবলম্বন করেছিল চীন।

এ দিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ভাবেই চীনের সঙ্গে খারাপ সম্পর্ক চাইছে না ভারত। তাই বিষয়গুলো নিয়ে যত দ্রুত সম্ভব সমাধানে যেতে হবে।

আরও পড়ুন : আমিরাত-বাহরাইনের পর ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে সৌদি আরব!

লাদাখের গালওয়ান উপত্যকায় গত ১৫ জুন চীন ও ভারতীয় সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ওই ঘটনায় ভারতের ২০ জন সেনা নিহত হয়। এরপরেও লাদাখ সীমান্তে ভারতীয় সেনাদের সঙ্গে চীনের সেনাদের একাধিক বার সংঘর্ষ হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড