• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

আলোচনার পরও আফগান সংকটের সমাধান হচ্ছে না!

  আন্তর্জাতিক ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২০, ১০:২৯
আলোচনার পরও আফগান সংকটের সমাধান হচ্ছে না!
আফগানিস্তানে যুদ্ধরত তালিবান যোদ্ধারা (ছবি : আল-জাজিরা)

আফগান সরকার সশস্ত্র বিদ্রোহী সংগঠন তালিবান নেতাদের সঙ্গে কাতারের রাজধানী দোহায় একটি শান্তি আলোচনায় বসেছে। সেখানে অংশ নিয়েছেন আফগানিস্তানের সর্বোচ্চ জাতীয় শান্তি পরিষদের প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহ। তিনি বলেছেন, অচিরেই তার দেশের সমস্যার সমাধান বা শান্তি প্রতিষ্ঠার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

যদিও তার মতে, শান্তি আলোচনা খু্বই তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে দেশে যুদ্ধ ও সহিংসতা বন্ধ হবে বলে জনগণ প্রবলভাবে আশা করছে। তবে রাতারাতি আফগানিস্তানে সহিংসতা বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই।

আব্দুল্লাহ আব্দুলাহ বলেন, দোহা শান্তি আলোচনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর উপস্থিত থাকার কথা ছিল কিন্তু তালিবান নেতারা এর বিরোধিতা করেছেন। তাদের দাবি, আফগান-আফগান আলোচনায় কোনো বিদেশির উপস্থিত থাকার প্রয়োজন নেই।

আরও পড়ুন : বাহরাইনের ‘জল্লাদ শাসককে’ কঠিন প্রতিশোধের হুঙ্কার ইরানি সেনাবাহিনীর

এ দিকে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ হানিফ আতমার তালিবানের সঙ্গে আফগান সরকারের চলমান দোহা শান্তি আলোচনা ভেঙে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।

আরও পড়ুন : ব্রিটেনে প্রবেশের পর টাইফুনের ধাওয়া খেয়ে পালাল রুশ যুদ্ধবিমান

রবিবার (১৩ সেপ্টেম্বর) তিনি বলেছেন, গুরুত্বপূর্ণ এই আলোচনা ভেঙে গেলে তা শুধু আফগানিস্তান নয় গোটা অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি বহন করে আনবে।

আরও পড়ুন : ইয়েমেনে হুথিদের স্থাপনায় সৌদি জোটের ১১ দফা আক্রমণ

উল্লেখ্য, গত শনিবার (১২ সেপ্টেম্বর) কাতারের রাজধানী দোহায় আফগান সরকারের সঙ্গে প্রথমবারের মতো তালিবান নেতাদের সরাসরি আলোচনা শুরু হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড