• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

উত্তেজনা বাড়িয়ে সমুদ্রে অত্যাধুনিক জাহাজ পাঠাচ্ছে তুরস্ক

  আন্তর্জাতিক ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫১
উত্তেজনা বাড়িয়ে সমুদ্রে অত্যাধুনিক জাহাজ পাঠাচ্ছে তুরস্ক
অত্যাধুনিক অনুসন্ধানী জাহাজকে বিদায় জানাচ্ছেন তুরস্ক প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান (ছবি : রয়টার্স)

ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান নিয়ে ইউরোপের দেশ গ্রিসের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই কৃষ্ণসাগরে আরও একটি অত্যাধুনিক অনুসন্ধানী জাহাজ পাঠাচ্ছে মুসলিম রাষ্ট্র তুরস্ক। এর ফলে ওই অঞ্চলে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রবিবার (১৩ আগস্ট) বিকালে দেশটির জ্বালানি বিষয়ক মন্ত্রী ফাতেহ দোনমাজ টুইট বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। সেখানে তিনি জানান, তুরস্ক কৃষ্ণসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য আরেকটি জাহাজ পাঠাচ্ছে। শিগগিরই ‘কানুনি’ নামের জাহাজটি তার কাজ শুরু করবে। অবশ্য কৃষ্ণসাগরের ঠিক কোন জায়গায় এ অনুসন্ধান চালানো হবে তা এখন পর্যন্ত জানাননি দোনমাজ।

তুরস্ক সাম্প্রতিক সময়ে লিবিয়ার জাতীয় ঐক্যের সরকারের সঙ্গে সাগরে তেল-গ্যাস অনুসন্ধান বিষয়ক চুক্তি সইয়ের পর থেকে পূর্ব ভূমধ্যসাগরের খনিজ সম্পদ নিয়ে তুরস্ক, গ্রিস ও সাইপ্রাসের মধ্যে উত্তেজনা বেড়েছে।

আরও পড়ুন : ইয়েমেনে হুথিদের স্থাপনায় সৌদি জোটের ১১ দফা আক্রমণ

গ্রিসের বিরোধিতা সত্ত্বেও সাগরের বিতর্কিত এলাকায় তেল-গ্যাস অনুসন্ধান চালিয়ে যাচ্ছে আঙ্কারা। এ জন্য তারা সাগরে গবেষণা ও অনুসন্ধান জাহাজ পাঠিয়েছে।

আরও পড়ুন : মুসলিম উম্মাহর একক ভরসা হতে চান এরদোগান

অন্য দিকে গ্রিস তুরস্কের জাহাজকে নজরদারি করার জন্য তার সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড