• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে পাল্টা হুঁশিয়ারি রাশিয়ার

  আন্তর্জাতিক ডেস্ক

১৩ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৪
পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে পাল্টা হুঁশিয়ারি রাশিয়ার
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (ছবি : সিএনএন)

সম্ভাব্য পশ্চিমা নিষেধাজ্ঞার পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, এ ধরনের নিষেধাজ্ঞা বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। শনিবার (১২ সেপ্টেম্বর) রুসিয়া ১-নামের একটি রুশ টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

সের্গেই ল্যাভরভ বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক পদক্ষেপের নীতি অনুসরণ করে পাশ্চাত্যের সম্ভাব্য নিষেধাজ্ঞার জবাব দেওয়া হবে।

এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, ইউরোপীয় দেশগুলো আলেক্সাই নাভালনির অসুস্থ হয়ে পড়ার ব্যাপারে ভুল তথ্যের ওপর নির্ভর করে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে চায়।

বার্লিনের হাসপাতালে চিকিৎসাধীন রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সাই নাভানলির শরীরে বিষাক্ত নোভিচক গ্যাস প্রয়োগের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে জার্মান সরকার। দেশটির এক সরকারি বিবৃতিতে বলা হয়, টক্সিকোলোজি (বিষবিদ্যা) পরীক্ষায় নাভানলির শরীরে নোভিচক গ্রুপের রাসায়নিক নার্ভ এজেন্ট থাকার সন্দেহাতীত প্রমাণ পাওয়া গেছে। এই বিষয়ে রুশ সরকারকে দ্রুত ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন : ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলা

নাভালনির সহযোগীরা বলছেন, রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের নির্দেশেই এই বিষপ্রয়োগের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রকে এক হাত নিল ইরান

বিরোধীদলীয় নেতার সঙ্গে মস্কোর এমন আচরণের সমালোচনা করেছে ইউরোপীয় দেশগুলো। এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে আরেক দফা পশ্চিমা নিষেধাজ্ঞার আশঙ্কা করছে রাশিয়া। একইসঙ্গে আলেক্সাই নাভানলিকে বিষ প্রয়োগের প্রমাণ মেলার পরও বিষয়টি অস্বীকার করেছে মস্কো।

সূত্র : পার্সটুডে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড