• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্রকে এক হাত নিল ইরান

  আন্তর্জাতিক ডেস্ক

১৩ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৯
মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্রকে এক হাত নিল ইরান
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ছবি : আল-জাজিরা)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, মানবাধিকার কী জিনিস তা জানেই না মার্কিন শাসক গোষ্ঠী। শনিবার (১২ সেপ্টেম্বর) করোনা ভাইরাস মোকাবেলা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের বৈঠকে তিনি এ কথা বলেছেন।

করোনা পরিস্থিতির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত অমানবিক তৎপরতার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, করোনা সংকটের পরও মার্কিন সরকার ইরানের ওপর থেকে ওষুধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি বরং ওষুধ ও টিকা কিনতে আন্তর্জাতিক সংস্থার কাছে পাঁচ বিলিয়ন ডলার ঋণ চেয়েছিলাম আমেরিকার বিরোধিতার কারণে তা দেওয়া হয়নি।

রুহানি আরও বলেন, বিভিন্ন দেশের ব্যাংকগুলোতে আমাদের অর্থ রয়েছে। যদিও মার্কিন চাপের কারণে এসব দেশ আমাদের অর্থ ছাড় বা অবমুক্তির অনুমতি দিচ্ছে না। ইতিহাসে এত বড় অপরাধের দৃষ্টান্ত আর নেই।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের নির্দেশেই আমিরাত-বাহরাইনের পর ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব সৌদির?

এতকিছুর পরও ইরান সুচারুভাবে করোনা পরিস্থিতি মোকাবেলা করছে বলে তিনি জানান। আর এ ক্ষেত্রে ইরানের সাফল্য ও দক্ষতা দেখেও শত্রুরা ক্ষুব্ধ হয়েছে বলে উল্লেখ করেন ড. হাসান রুহানি।

সূত্র : পার্সটুডে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড