• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

মহানবীর ব্যঙ্গচিত্র : শার্লি এবদোতে ফের হামলার হুমকি আল-কায়দার

  আন্তর্জাতিক ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০২০, ১১:০৭
শার্লি এবদো
শার্লি এবদো (ছবি : সংগৃহীত)

মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র পুনরায় ছাপা হওয়ায় আল-কায়দার পক্ষ থেকে ফরাসি ব্যঙ্গ সাময়িকী শার্লি এবদোতে আবারো হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে।

সম্প্রতি আল-কায়দা কর্তৃক প্রকাশিত ওয়ান উম্মাহ ম্যাগাজিনে ফরাসি সাময়িকী শার্লি এবদোকে এই হুমকি দেওয়া হয়।

ওয়ান উম্মাহ ম্যাগাজিনটিতে বলা হয়, শার্লি এবদো যেন মনে না করে ২০১৫ সালের হামলাই শেষ হামলা ছিল।

এদিকে ৯/১১ হামলার বার্ষিকীতে আল-কায়দার প্রকাশিত ইংলিশ ম্যাগাজিনেও শার্লি এবদোকে হুমকি দেওয়া হয়েছে। এছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকেও হুমকি দিয়েছে আল-কায়দা। আল-কায়দা মনে করে ফ্রান্সের প্রেসিডেন্ট এই ব্যঙ্গচিত্র ছাপানোর সবুজ সঙ্কেত দিয়েছেন।

২০১৫ সালের ৭ জানুয়ারি মহানবীর ব্যঙ্গচিত্র প্রকাশ করায় ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যঙ্গ সাময়িকী শার্লি এবদোর একটি কার্যালয়ে হামলা চালিয়ে ১২ জনকে গুলি করে হত্যা করা হয়। নিহতদের মধ্যে ছিলেন পত্রিকাটির প্রধান সম্পাদক, আটজন কার্টুনিস্ট, দুজন পুলিশ সদস্য ও অপর দুই ব্যক্তি। আহত হন আরও ১০ জন। তখন ওই হামলার দায় স্বীকার করেছিল আল-কায়দা।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড