• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাশ্মীরে মাইন বিস্ফোরণে মেজরসহ দুই ভারতীয় সেনা আহত

  আন্তর্জাতিক ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০২০, ১৮:২৮
করোনা
ছবি : সংগৃহীত

জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় মাইন বিস্ফোরণে মেজরসহ দুই ভারতীয় সেনা সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে নওশেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ফরওয়ার্ড পোস্টে টহল দেওয়ার সময় বিস্ফোরণের শিকার হন তাঁরা। আহত সেনা সদস্যদের উধমপুরের কমান্ড হাসপাতালে চিকিৎসা চলছে।

জানা গেছে, গতকাল রাতে রাজৌরির নওশেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখার কাছে ফরওয়ার্ড লোকেশনে রুটিন টহল দিচ্ছিলেন সেনাবাহিনীর ১৬ গ্রেনেডিয়ার্সের মেজর বরুণ খাজোরিয়া এবং সুবেদার ঈশ্বর সিং। সে সময় ল্যান্ডমাইনের বিস্ফোরণ ঘটে। রক্তাক্ত অবস্থায় দুই সেনা সদস্যকে উদ্ধার করা হয়। দ্রুততার সঙ্গে চিৎকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাঁদের উধমপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কে বা কারা সেখানে মাইন পুঁতে রেখেছিল সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। ভারতীয় সেনাবাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড