• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

মার্কিন বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে রোবট কুকুর

  আন্তর্জাতিক ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০২০, ১০:১৮
মার্কিন বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে রোবট কুকুর
মার্কিন সেনা সদস্যের সঙ্গে রোবট কুকুর (ছবি : সিএনএন)

মার্কিন যুক্তরাষ্ট্রের মোজাভ মরুভূমির বিমানক্ষেত্রে একটি রোবট কুকুরের হেঁটে বেড়ানোর দৃশ্য সম্প্রতি দেখা যায়। এটি অত্যাধুনিক প্রযুক্তির ভবিষ্যৎ যুদ্ধে ব্যবহার উপযোগী রোবট কুকুর। এটিকে নিয়ে অনুশীলনের পরীক্ষামূলক কার্যক্রম চালায় দেশটির বিমানবাহিনী।

প্রতিকূল পরিবেশে বিমান অবতরণ করলে মানুষ বের হওয়ার আগে এই রোবট কুকুর বের হয়ে অবস্থা পর্যবেক্ষণ করবে। এগুলোকে বিশেষ করে মধ্যপ্রাচ্যে মোতায়েন সেনাদের সাহায্যের জন্যই তৈরি করা হয়েছে বলে দাবি বাহিনীটির।

মার্কিন সামরিক বাহিনীর এডভান্সড ব্যাটেল ম্যানেজমেন্ট সিস্টেমের (এবিএমএস) নতুন সংযোজন এই রোবট কুকুর। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডাটা বিশ্লেষণের মাধ্যমে সম্ভাব্য আক্রমণ ও হুমকি চিহ্নিত করতে সক্ষম এটি।

আরও পড়ুন : চীনকে হটিয়ে পাহাড় চূড়া দখলের দাবি ভারতীয় সেনাদের

৩১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বরের পর্যন্ত দেশটির ৩০ জায়গায় এই এবিএমএস অনুশীলন হয়। কুকুরগুলোর নাম দেয়া হয়েছে ভিশন ৬০ ইউজিভি। এই নামকরণ করেছে প্রস্তুতকারক প্রতিষ্ঠান ঘোস্ট রোবটিক্স অফ ফিলাডেলফিয়া। যে কোনো স্থান ও পরিবেশে এই রোবট কুকুরগুলো তথ্য সংগ্রহের কাজ করতে সক্ষম।

আরও পড়ুন : মার্কিন নির্বাচনে চীন-ইরান ও রাশিয়ার ত্রিমুখী আক্রমণ

মার্কিন বিমানবাহিনীর একুইজিশন টেকনোলজি অ্যান্ড লজিস্টিকসের সহকারী সেক্রেটারি উইল রোপার বলছেন, ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে সৈনিকরা তথ্যের অনিশ্চয়তার সম্মুখীন হবে, প্রয়োজন হবে ন্যানো সেকেন্ডে তথ্য বিশ্লেষণে সক্ষম এমন প্রযুক্তির। ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে তথ্যই হবে স্যাটেলাইট, জেট ফুয়েলের মতো গুরুত্বপূর্ণ সম্পদ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড