• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

হুথিদের ছোড়া ড্রোনকে ভূপাতিতের দাবি সৌদি সেনাদের

  আন্তর্জাতিক ডেস্ক

১০ সেপ্টেম্বর ২০২০, ১৩:৩৮
হুথিদের ছোড়া ড্রোনকে ভূপাতিতের দাবি সৌদি সেনাদের
বিধ্বস্ত ড্রোনকে নিয়ে যাচ্ছেন সৌদির বাসিন্দারা (ছবি : খালিজ টাইমস)

সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়ঙ্কর রকমের ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের শিয়াপন্থি সশস্ত্র সংগঠন হুথি বিদ্রোহীরা।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বিমানবন্দরের সামরিক স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে আঘাত হানে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র যোদ্ধারা। পরবর্তীকালে টুইট বার্তার মাধ্যমে ওই সামরিক গোষ্ঠীর মুখপাত্র ইয়াহইয়া সারেয়া খবরটি নিশ্চিত করেন।

যদিও সৌদির সেনাবাহিনী এরই মধ্যে হুথি বিদ্রোহীদের ছোড়া ড্রোনটিকে সফলতার সঙ্গে ভূপাতিতের দাবি করেছে। এতে তাদের কোনো ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানিয়েছেন বাহিনীটির কর্মকর্তারা।

আরও পড়ুন : মুসলিম উম্মাহর একক ভরসা হতে চান এরদোগান

বিশ্লেষকদের মতে, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা শুরু হওয়ার পর থেকে সেখানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

আরও পড়ুন : মহানবীকে অবমাননা করায় ফরাসি ম্যাগাজিনকে অভিশাপ খামেনির

উল্লেখ্য, যুদ্ধবিধ্বস্ত দেশটি ইতোমধ্যে দুর্ভিক্ষের কিনারে গিয়ে ঠেকেছে। এর আগে ২০১৪ সালের শেষ দিকে ইয়েমেনি সরকারকে হটিয়ে রাজধানী সানা দখল করে নেয় হুথিরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড