• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আফগান ভাইস প্রেসিডেন্ট বাঁচলেও বিস্ফোরণে প্রাণ গেছে ১০ জনের 

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪৭
আফগান ভাইস প্রেসিডেন্ট বাঁচলেও বিস্ফোরণে প্রাণ গেছে ১০ জনের 
কাবুলে বিস্ফোরণের শিকার আহত ব্যক্তিকে উদ্ধার করা হচ্ছে (ছবি : আল-জাজিরা)

আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহকে লক্ষ্য করে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ জনের প্রাণহানিসহ বেশকিছু লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, বুধবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে কাবুলের রাস্তার পাশে ওই বিস্ফোরণ ঘটানো হয়। তবে ভাইস প্রেসিডেন্ট এখনো অক্ষত আছেন এবং তিনি ওই এলাকা থেকে সরে আসতে সক্ষম হয়েছেন। আমরুল্লাহ সালেহের দপ্তরের একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুকে দেওয়া পোস্টে এ নিয়ে কথা বলেছেন আমরুল্লাহ সালেহের দপ্তরের মুখপাত্র রাজওয়ান মুরাদ। তিনি বলেছেন, আজ আবারও আফগানিস্তানের শত্রুরা সালেহের ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তারা তাদের অসৎ লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। হামলায় সালেহের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং তিনি ঘটনাস্থল ত্যাগ করেছেন।

রাজওয়ান মুরাদ রয়টার্সকে বলেন, সালেহের গাড়িবহর লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে। তবে ভাইস প্রেসিডেন্ট আক্রান্ত না হলেও তার কয়েকজন দেহরক্ষী এতে গুরুতর রকমের আহত হন।

আরও পড়ুন : মহানবীকে অবমাননা করায় ফরাসি ম্যাগাজিনকে অভিশাপ খামেনির

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

যদিও এখন পর্যন্ত কোনো গোষ্ঠী কিংবা সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি। এমনকি সরকারিভাবেও এখনো কাউকে দায়ী করা হয়নি। তবে প্রতিবারের মতো এবারো প্রাথমিক সন্দেহের আঙুল তালিবান বিদ্রোহীদের দিকেই যাচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড