• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে স্বেচ্ছাসেবী অসুস্থ হওয়ায় পরীক্ষা বাতিল

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ সেপ্টেম্বর ২০২০, ১১:০২
অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে স্বেচ্ছাসেবী অসুস্থ হওয়ায় পরীক্ষা বাতিল
মানব দেহে করোনা ভাইরাসের ভ্যাকসিন পরীক্ষা করা হচ্ছে (ছবি : প্রতীকী)

যুক্তরাজ্যে করোনা প্রতিরোধে টিকা নিয়ে তৃতীয় বা চূড়ান্ত ধাপের পরীক্ষা চালাচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ প্রস্ততকারক অ্যাস্ট্রাজেনেকা। হঠাৎ করেই একজন টিকা গ্রহীতা স্বেচ্ছাসেবী মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন। এতে করোনার টিকার পরীক্ষা আপাতত বন্ধ রাখা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অবশ্য টিকা পরীক্ষা বন্ধ করা নিয়ে অ্যাস্ট্রাজেনেকার পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা নিয়মিত পরীক্ষার অংশ। তবে অপ্রত্যাশিত ওই অসুস্থতা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।

অক্সফোর্ডের করোনার টিকাটির ফলাফল বিশ্বজুড়ে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশ্বজুড়ে টিকা নিয়ে যত পরীক্ষা চলছে, এর মধ্যে অক্সফোর্ডের টিকাকে অগ্রগামী ও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হয়।

অক্সফোর্ডের টিকার প্রথম ও দ্বিতীয় ধাপের সফল পরীক্ষার পর এটি প্রথম টিকা হিসেবে বাজারে আসতে পারে বলে অনেকেই উচ্চাশা প্রকাশ করেন।

আরও পড়ুন : মহানবীকে অবমাননা করায় ফরাসি ম্যাগাজিনকে অভিশাপ খামেনির

টিকাটির তৃতীয় ধাপের পরীক্ষা যুক্তরাজ্য ছাড়াও যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকায় চালানো হচ্ছে। তৃতীয় ধাপের পরীক্ষায় হাজারো অংশগ্রহণকারীর শরীরে টিকা প্রয়োগ করে এর কার্যকারিতা পরীক্ষা করে দেখা হয়। টিকা পরীক্ষার ফল পেতে কখনো কয়েক বছর পর্যন্ত সময় লেগে যায়।

প্রতিবেদনে জানানো হয়, অক্সফোর্ডের টিকার একটি আন্তর্জাতিক পরীক্ষা আপাতত বন্ধ রাখা হয়েছে। এ পরীক্ষার স্বতন্ত্র তদন্ত পর্যালোচনা করে তারপর নিয়ন্ত্রকেরা এ পরীক্ষা চালানো হবে কি না, এর অনুমতি দেবেন।

অক্সফোর্ডের একজন মুখপাত্র বলেন, বড় ধরনের পরীক্ষায় মাঝেমধ্যে অসুস্থতার ঘটনা ঘটে। তবে সতর্কতার সঙ্গে এর পর্যালোচনা করতে হবে।

আরও পড়ুন : চীনা সেনাদের ভয়ে সীমান্তে কাঁটাতারের বেড়া দিল ভারত

এবার নিয়ে দ্বিতীয়বারের মতো অক্সফোর্ডের টিকার পরীক্ষা বন্ধ হলো। বড় ধরনের টিকা পরীক্ষার ক্ষেত্রে এটি সাধারণ ঘটনা। কোনো স্বেচ্ছাসেবী হাসপাতালে ভর্তি হলে তখন সঙ্গে সঙ্গে পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়। কয়েক দিনের মধ্যেই পরীক্ষা আবার শুরু হতে পারে।

স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট স্ট্যাট নিউজ সবার আগে অক্সফোর্ডের টিকার বিরূপ প্রতিক্রিয়ার খবর সামনে আনে। তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি তারা। সূত্রের বরাত দিয়ে জানানো হয়, টিকা গ্রহীতা অসুস্থ হলেও সেরে ওঠার আশা করা যাচ্ছে।

আরও পড়ুন : এবার হোয়াইট হাউসে ইসরায়েল-আমিরাতের বন্ধুত্বের বড় পরীক্ষা

এ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, ৩ নভেম্বরের মার্কিন নির্বাচনের আগে তাঁর টিকা চাই। তার এ মন্তব্য মানুষের মনে ভীতি ছড়িয়েছে যে করোনার টিকার নিরাপত্তার দিক না ভেবে রাজনৈতিক দিকটাতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নয়টি টিকা প্রস্ততকারক প্রতিষ্ঠান একটি চুক্তিতে সই করেছে, যাতে টিকার তৃতীয় ধাপ শেষ না হলে কেউ অনুমোদনের জন্য আবেদন করবে না বলে উল্লেখ করা আছে। এতে স্বাক্ষরকারীদের মধ্যে অ্যাস্ট্রাজেনেকা ছাড়াও জনসন অ্যান্ড জনসন, বায়োএনটেক, গ্লাক্সোস্মিথক্লাইন, ফাইজার, মের্ক, মডার্না, সানোফি ও নোভাভ্যাক্স রয়েছে।

আরও পড়ুন : এবার অরুণাচল প্রদেশকে নিজেদের বলছে চীন, দিশেহারা ভারত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে ১৮০টির মতো টিকা তৈরিতে কাজ চলছে। তবে এখন পর্যন্ত কোনো টিকাই তৃতীয় ধাপের পরীক্ষা শেষ করতে পারেনি। ধারণা মনে করছে, টিকার নিরাপত্তা ও কার্যকারিতার দিক বিবেচনায় ধরলে এ বছরে কোনো টিকা অনুমোদন পাওয়ার সম্ভাবনা কম।

অপর দিকে চীন ও রাশিয়া তাদের দেশে স্থানীয়ভাবে তৈরি টিকা গুরুত্বপূর্ণ কর্মীদের ওপর প্রয়োগ শুরু করেছে। এসব টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় পরীক্ষাধীন হিসেবে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন : রোহিঙ্গাদের দেখামাত্রই গুলির নির্দেশ মিয়ানমার সেনাদের!

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) বলেছে, তৃতীয় ধাপের পরীক্ষা শেষ হওয়ার আগেও যে কোনো টিকা অনুমোদন পেতে পারে। ১ নভেম্বর টিকা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন নামের সংস্থাটি অঙ্গরাজ্যগুলোকে প্রস্তুতি নিতেও বলেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগেই টিকা দেওয়ার বিষয়ে অনড় থাকলেও তার প্রতিপক্ষ ডেমোক্রেটিক নেতা জো বাইডেন এ প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড