• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার অরুণাচল প্রদেশকে নিজেদের বলছে চীন, দিশেহারা ভারত

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫৯
এবার অরুণাচল প্রদেশকে নিজেদের বলছে চীন, দিশেহারা ভারত
সীমান্তে মোতায়েন চীনের সেনা সদস্যরা (ছবি : সিনহুয়া)

এবার ভারতের অধীনে থাকা সীমান্ত সংলগ্ন অরুণাচল প্রদেশকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে এশিয়ার পরাশক্তি চীন। একই সঙ্গে প্রদেশটি ‘দক্ষিণ তিব্বতের’ অংশ জানিয়ে বিবৃতি দিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাঁও লিঝিয়ান।

বিতর্কিত অরুণাচল নিয়ে চীনের অবস্থান স্পষ্ট করে ঝাও বলেছেন, চীন কখনোই তথাকথিত অরুণাচল প্রদেশকে স্বীকৃতি দেয়নি। কেননা এলাকাটি চীনের অন্তর্গত দক্ষিণ তিব্বতের একটি গুরুত্বপূর্ণ অংশ।

বিশ্লেষকদের মতে, এমন সময় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিটি দিল, যখন লাদাখ সীমান্তে সংঘাত নিয়ে দু’দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

যদিও অরুণাচল প্রদেশ বেইজিং নিজেদের সার্বভৌমত্ব দাবি করে আসলেও মূলত এই প্রদেশটি নিয়ন্ত্রণ করছে নয়াদিল্লি। এ নিয়ে দশকের পর দশক দুদেশের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে।

আরও পড়ুন : রোহিঙ্গাদের দেখামাত্রই গুলির নির্দেশ মিয়ানমার সেনাদের!

অরুণাচল প্রদেশে প্রায় ১৮ লাখ মানুষ বাস করেন। প্রদেশটি উত্তর-পূর্ব অঞ্চলে চীন এবং ভারতকে বিভক্ত করেছে।

আরও পড়ুন : মধ্যরাতে চীন-ভারতীয় সেনাদের ব্যাপক গোলাগুলি, সীমান্তে উত্তেজনা

সম্প্রতি পাঁচ ভারতীয় নাগরিক অরুণাচল প্রদেশ থেকে নিখোঁজ হলে তাদের মরদেহ চীনা সীমান্তে পাওয়া গেছে। এ বিষয়ে অরুণাচল প্রদেশে ভারতের উল্লেখ করলে এর প্রতিবাদেই বিবৃতি দিয়ে সতর্ক করল চীন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড