• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

চীন-পাকিস্তানের আচরণ বৈশ্বিক শান্তির জন্য হুমকি!

  আন্তর্জাতিক ডেস্ক

০৮ সেপ্টেম্বর ২০২০, ১৫:২৯
চীন-পাকিস্তানের আচরণ বৈশ্বিক শান্তির জন্য হুমকি!
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (ছবি : দ্য এক্সপ্রেস)

বর্তমানে চীনের আগ্রাসন আর যুদ্ধ-উন্মত্ততা এবং ইসলামের নাম ভাঙিয়ে পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপ আঞ্চলিক শান্তি ও বিশ্ব নিরাপত্তার প্রতি গুরুতর হুমকি হয়ে উঠেছে। এমনটাই দাবি করেছেন সিন্ধুভিত্তিক পাকিস্তানি রাজনৈতিক সংগঠন ‘জিয়ে সিন্ধ মুত্তাহিদা মাহাজের (জেএসএমএম) সভাপতি শফি বুরফাত।

তিনি বলেছেন, চীন ও পাকিস্তান-এই দুটি দেশের আচরণ বিশ্ব শান্তির প্রতি গুরুতর হুমকি। খবর জাস্ট আর্থ নিউজের।

জেএসএমএম মনে করে, চীনের আগ্রাসন আর পাকিস্তানের ধর্মীয় সন্ত্রাসবাদ বন্ধ হয়ে যাবে শুধু তখনই যখন সিন্ধু (সিন্ধু দেশ), বেলুচিস্তান, পাকিস্তান-অধিকৃত কাশ্মীর, তিব্বত, জিনজিয়াং ও পশতুনিস্তান স্বাধীন হবে।

গুরুত্বপূর্ণ এসব ইস্যুর ওপর আলোচনার জন্য জেএসএমএম জার্মানিতে একটি আন্তর্জাতিক সম্মেলন ডাকার সিদ্ধান্ত নিয়েছে। শফি বুরফাত বলেন, চীন ও পাকিস্তানের হাতে নির্যাতিত অঞ্চল ও মানুষের কল্যাণে কী কী করা যায় তা নিয়ে মতবিনিময়ের জন্য ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের স্বনামখ্যাত বুদ্ধিজীবী ও পার্লামেন্টারিয়ানদের এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে।

আরও পড়ুন : ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে যে মন্ত্র দিল সৌদি

শফি বুরফাত জানিয়েছেন, সম্মেলন আয়োজনে জিয়ে সিন্ধের নেতা সাজ্জাদ শারের নেতৃত্বে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে শাহনওয়াজ আলী ভুট্টো রয়েছেন। সংশ্লিষ্ট সবার সঙ্গে সলাপরামর্শ করে কমিটি সম্মেলন স্থল ও তারিখ চূড়ান্ত করবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড