• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাকিস্তানের খনিতে ভয়াবহ পাথর ধসে ১৮ শ্রমিকের প্রাণহানি

  আন্তর্জাতিক ডেস্ক

০৮ সেপ্টেম্বর ২০২০, ১৫:০৫
পাকিস্তানের খনিতে ভয়াবহ পাথর ধসে ১৮ শ্রমিকের প্রাণহানি
নিখোঁজ শ্রমিকদের সন্ধানে অভিযান চালাচ্ছেন কর্মীরা (ছবি : খালিজ টাইমস)

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি মার্বেল খনিতে ভয়াবহ পাথর ধসের ঘটনায় অন্তত ১৮ জনের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন অনেকে। এখনো খনিটিতে কমপক্ষে ২০ শ্রমিক আটকা পড়ে আছেন বলেও ধারণা করা হচ্ছে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খায়বার পাখতুনখোয়া রাজ্যে মোহমান্দ পার্বত্য জেলায় শ্রমিকদের ওপর সাদা মার্বেলের পাথর খণ্ড শ্রমিকদের ওপর ধসে পড়ে।

রাজ্য সরকারের খনি এবং খনিজ মন্ত্রী মোহাম্মদ আরিফ বলেন, মার্বেল পাথরের খনিতে পাথর ধসের পর এখন পর্যন্ত ১৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে আহত আরও ২০ জনকে।

আরও পড়ুন : ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে যে মন্ত্র দিল সৌদি

তিনি আরও জানান, পাথর ধসের ফলে খনিতে আরও প্রায় ২০ জন আটকা পড়ে আছেন। উদ্ধার কর্মীরা তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন : ইরাকে মার্কিন সামরিক বহরে ভয়াবহ হামলা

মৃত্যুর সংখ্যার বিষয়টি নিশ্চিত করেছেন মোহমান্দ জেলার সিনিয়র কর্মকর্তা হামিদ ইকবালও।

উল্লেখ্য, ২০১১ সালে বেলুচিস্তানের সোরেঙ্গে জেলার একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছিল।

সূত্র : খালিজ টাইমস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড