• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরাকে মার্কিন সামরিক বহরে ভয়াবহ হামলা

  আন্তর্জাতিক ডেস্ক

০৮ সেপ্টেম্বর ২০২০, ১৪:৩৬
ইরাকে মার্কিন সামরিক বহরে ভয়াবহ হামলা
আহত মার্কিন সেনা সদস্যকে উদ্ধার করা হচ্ছে (ছবি : প্রতীকী)

ইরাকের রাজধানী বাগদাদের কাছে মার্কিন রসদবাহী একটি সামরিক বহরে ভয়াবহ হামলা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) উত্তর বাগদাদে এ ঘটনা ঘটে। তিনদিনের মধ্যে মার্কিন বহরে এটি দ্বিতীয় দফা হামলা।

ইরাকি গণমাধ্যমের খবর অনুযায়ী, বাগদাদের উত্তরে আল-তাজি সড়কে মার্কিন নেতৃত্বাধীন জোটের সামরিক রসদবাহী বহর হামলার মুখে পড়ে। ইরাকি সামরিক বাহিনী বিবৃতির মাধ্যমে জানিয়েছে, তাজি সামরিক ঘাঁটি থেকে বের হওয়ার পরপরই ওই বহরে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, শুধুমাত্র একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুদিন আগে বাগদাদের উত্তর-পশ্চিমে মার্কিন নেতৃত্বাধীন জোটের একটি বহরে এ ধরনের এক হামলায় নিরাপত্তা বাহিনীর একজন সদস্য ও একজন বেসামরিক ব্যক্তি আহত হন। এসব হামলার দায়িত্ব কোনো ব্যক্তি বা গোষ্ঠী স্বীকার করছে না। এর আগেও মার্কিন সামরিক বহরে কয়েক দফা হামলা হয়েছে।

আরও পড়ুন : ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে যে মন্ত্র দিল সৌদি

ইরাকের বেশ কয়েকটি ঘাঁটি ইরাকি নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করেছে মার্কিন বাহিনী। এসব ঘাঁটি থেকে সামরিক সরঞ্জাম ও রসদপত্র সরিয়ে নেওয়ার সময় মার্কিন বহরে মাঝেমধ্যেই হামলা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড