• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

খাশোগি হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসি দেবে না সৌদি

  আন্তর্জাতিক ডেস্ক

০৮ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৬
খাশোগি হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসি দেবে না সৌদি
সৌদির প্রয়াত সাংবাদিক জামাল খাশোগি ও যুবরাজ বিন সালমানের পোস্টার (ছবি : খালিজ টাইমস)

প্রয়াত সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ফাঁসির ৫ আসামিকে সাজা কমিয়ে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছেন সৌদি আরবের আদালত। বাকি যে তিন আসামির ৭-১০ বছর কারাদণ্ড হয়েছিল তাদের সাজা বহাল রাখা হয়েছে।

যদিও এখন পর্যন্ত দণ্ডপ্রাপ্ত এসব আসামির নাম প্রকাশ করেনি দেশটির রাজ পরিবার। সরকারি কৌঁসুলিরা বলছেন, খাশোগির পরিবার আসামিদের ক্ষমা করে দেওয়ায় তাদের সাজা কমানো হয়েছে।

সৌদির রাষ্ট্রীয় মিডিয়ার বরাতে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ২০১৯ সালের ডিসেম্বরে খাশোগি হত্যা মামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি আদালত পাঁচজনের ফাঁসির আদেশ দেয়। কারাদণ্ড দেওয়া হয় তিনজনের।

যদিও তাদের পরিচয় প্রকাশ না করায় আসল অপরাধীরা সাজা পাচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এরপর চলিত বছর ২২ মে খাশোগির ছেলেরা বাবার হত্যাকারীদের ক্ষমা করে দেওয়া ঘোষণা দেন।

আরও পড়ুন : তুরস্কে হামলা চালাতে ফরাসি যুদ্ধবিমান-জাহাজ কিনছে গ্রিস

মৃত খাশোগির ছেলে সালাহ খাশোগি এক টুইট বার্তায় বলেন, আমরা শহীদ জামাল খাশোগির ছেলেরা ঘোষণা করছি, যারা আমাদের বাবার হত্যাকারী, আমরা তাদের ক্ষমা ও মার্জনা করছি।

আরও পড়ুন : মধ্যরাতে চীন-ভারতীয় সেনাদের ব্যাপক গোলাগুলি, সীমান্তে উত্তেজনা

মূলত এর পরপরই সৌদি আদালত আসামিদের সাজা কমানোর রায় প্রদান করেন।

উল্লেখ্য, ২০১৮ সালে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেটের ভেতর জামাল খাশোগিকে হত্যার ঘটনা নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়। রিয়াদ থেকে আসা ১৫ গুপ্তচর ওয়াশিংটন পোস্টের কলাম লেখককে হত্যার পর তার মরদেহ গুমে জড়িত ছিল বলে সে সময় আঙ্কারা দাবি করেছিল।

আরও পড়ুন : ভারতীয় সেনাদের দিকে পাথর ছুড়ে কাশ্মীরি যোদ্ধাদের রক্ষা করল জনগণ

সৌদি আরবের কৌঁসুলিরা পরে এ ঘটনায় ১১ জনকে অভিযুক্ত করেন। তাদেরই বিচারে পাঁচ জনকে ফাঁসি, তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং বাকিরা ছাড়া পেয়েছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড