• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভয়ঙ্কর নৌ মহড়া চালিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিল চীন

  আন্তর্জাতিক ডেস্ক

০৮ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫০
ভয়ঙ্কর নৌ মহড়া চালিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিল চীন
ভয়ঙ্কর নৌ মহড়া চালানো হচ্ছে (ছবি : প্রতীকী)

যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে নিজেদের উত্তর-পূর্ব ও পূর্ব উপকূলে ভয়ঙ্কর নৌ মহড়া শুরু করেছে এশিয়ার পরাশক্তি চীন। মার্কিন প্রশাসনের সঙ্গে বেইজিংয়ের সামরিক ও রাজনৈতিক উত্তেজনা যখন তুঙ্গে তখনই মহড়াটি শুরু করল দেশটি। চীনা বাহিনীর এ মহড়াকে আমেরিকার জন্য শক্তি প্রদর্শন বলেই ব্যাপকভাবে মনে করছে জিনপিং প্রশাসন।

চীনের সমুদ্র নিরাপত্তা প্রশাসন জানিয়েছে, সোমবার (৭ সেপ্টেম্বর) দেশের নৌবাহিনী উত্তর-পূর্বাঞ্চলীয় বহাই সমুদ্রের সিনহুয়াংদো বন্দরের কাছে প্রথম দফা নৌ মহড়া শুরু করেছে। পীত সাগরের দক্ষিণাংশে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ও পরদিন বুধবার দ্বিতীয় দফা মহড়া চলবে। ভয়ঙ্কর এ মহড়ায় তাজা গুলির ব্যবহার করা হবে। এ জন্য ওই এলাকায় সবধরনের জাহাজ চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

বেইজিং চার স্তরের আলাদা সামরিক মহড়ার পরিকল্পনা ঘোষণা করেছে যা বহাই সাগর থেকে শুরু করে পূর্ব চীন সাগর ও পীত সাগর পর্যন্ত বিস্তৃত হবে। এছাড়া যে দক্ষিণ চীন সাগর নিয়ে আমেরিকার সঙ্গে চীনের চরম দ্বন্দ্ব সেখানেও জুলাই মাসের শেষ দিকে মহড়া চলেছে।

আরও পড়ুন : মধ্যরাতে চীন-ভারতীয় সেনাদের ব্যাপক গোলাগুলি, সীমান্তে উত্তেজনা

মূলত এরপর থেকে এখন পর্যন্ত পূর্ব ও দক্ষিণ চীন সাগরে অন্তত ১০ রাউন্ড মহড়া চালিয়েছে বেইজিং। যদিও চীনের সামরিক পর্যবেক্ষকরা এসব মহড়াকে ‘রুটিন মহড়া’ বলে মন্তব্য করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড