• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

মধ্যরাতে চীন-ভারতীয় সেনাদের ব্যাপক গোলাগুলি, সীমান্তে উত্তেজনা

  আন্তর্জাতিক ডেস্ক

০৮ সেপ্টেম্বর ২০২০, ০৮:২৭
মধ্যরাতে চীন-ভারতীয় সেনাদের ব্যাপক গোলাগুলি, সীমান্তে উত্তেজনা
সীমান্তে গোলাবর্ষণ করছেন সেনারা (ছবি : প্রতীকী)

গত তিন মাস ধরে সীমান্তে মুখোমুখি দাঁড়িয়ে আছে প্রতিবেশী চীন ও ভারতের সেনাবাহিনী। যার ধারাবাহিকতায় এবার ইস্টার্ন লাদাখের বিশেষ ওই অঞ্চলে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাতে সেই সংঘাতের খবর এসে পৌঁছেছে।

ভারতের সরকারি সূত্রে জানানো হয়, লাদাখ সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে। যদিও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এর পরও এটিকে ওয়ার্নিং শট বলে দাবি করা হয়েছে। অর্থাৎ দুই পক্ষ একে অপরকে ওয়ার্নিং দিতে গুলি চালিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর লাদাখের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সোমবার তিনি বলেন, এপ্রিল মাস থেকে একে অপরের চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে ভারত ও চীনের সেনাবাহিনী। পরিস্থিতি খুবই সিরিয়াস ছিল। দুই পক্ষের রাজনৈতিক স্তরে গভীর আলোচনার প্রয়োজনও বোধ করছেন তিনি।

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মুখোমুখি হলে তিনি কী বলবেন, তা জানতে চাওয়া হলে জয়শঙ্কর বলেন, তিনি গত ৩০ বছরের কথা মনে করিয়ে দেবেন। শান্তি বজায় থাকায় কীভাবে সম্পর্ক দৃঢ় হয়েছে, সেটাই বলবেন তিনি।

আরও পড়ুন : ইরানের বিরুদ্ধে মাঠে নামছে ইসরায়েল-আমিরাত, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

যুদ্ধ বিশেষজ্ঞদের মতে, তাদের দাবি পটভূমিকা বা যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত হচ্ছে ধীরে ধীরে। গত ৪৫ বছরে একাধিক মৌখিক বা লিখিত চুক্তির মাধ্যমে যে স্থিতাবস্থা নিয়ে এসেছে ভারত চীন, তা এক মুহূর্তে ভাঙতে পারে। লেফটেন্যান্ট জেনারেল ডি এস হুডা জানাচ্ছেন এই মুহূর্তে পরিস্থিতি বিপজ্জনক। যে কোনও সময়ে তা নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে।

আরও পড়ুন : ইসরায়েলকে ধ্বংস করতে জোট বাঁধল হামাস-হিজবুল্লাহ, চিন্তায় যুক্তরাষ্ট্র

ভারত কতটা প্রস্তুত যুদ্ধের পরিস্থিতি মোকাবিলা করতে? এমন প্রশ্নের উত্তরে সেনাপ্রধান জানিয়েছেন জওয়ানরা উদ্বুদ্ধ, তৈরি। কিন্তু মস্কোতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকের পরেও সুর নরম করেনি চীন।

আরও পড়ুন : উত্তেজনা বাড়িয়ে সীমান্তে উড়ছে ভারতের যুদ্ধবিমান, খেপল চীন

শনিবার (৫ সেপ্টেম্বর) চীনা কর্তৃপক্ষ জানিয়েছিল, ভারত ও চীন, দু’জনেই পরমাণু শক্তিধর দেশ। কিন্তু যুদ্ধ হলে চীনের কাছে পরাস্ত হওয়া ছাড়া ভারতের সামনে আর কোনো উপায় নেই। উল্লেখ্য, শুক্রবার (৪ সেপ্টেম্বর) টানা ২ ঘণ্টা ২০ মিনিট ধরে দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যে বৈঠকটি চলে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড