• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাকার্তায় ফুরিয়ে আসছে কবর দেওয়ার স্থান

  আন্তর্জাতিক ডেস্ক

০৭ সেপ্টেম্বর ২০২০, ১৩:০৯
জাকার্তায় ফুরিয়ে আসছে কবর দেওয়ার স্থান
জাকার্তায় ফুরিয়ে আসছে কবর দেওয়ার স্থান (ছবি : সংগৃহীত)

বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

এমন পরিস্থিতিতে ইন্দোনেশিয়ার পূর্ব জাকার্তার পনডক রাঙ্গন কবরস্থানে কবর দেওয়ার জায়গা ফুরিয়ে আসছে। অক্টোবরে এই গোরস্থানে আর কোনো মৃতদেহ দাফন করা সম্ভব হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। করোনায় মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে কবরস্থানের ব্যবস্থাপনা কর্মকর্তা নাদি জানান, কবরস্থানের দক্ষিণে আর মাত্র সাত হাজার বর্গমিটার জায়গা খালি ছিল। এই জায়গায় ১ হাজার ১০০ জনকে কবর দেওয়া যেতো। আগস্টে কবরস্থানে প্রতিদিন গড়ে ২৭টি মৃতদেহ দাফন করা হয়েছে। এখন কবরস্থানে আর মাত্র ৩৮০ থেকে ৪০০ মৃতদেহ দাফন করার মতো জায়গা খালি আছে।

তিনি বলেন, ‘মধ্য অক্টোবরেই স্থান সংকুলান জটিল হয়ে পড়বে।’ নাদি আরও বলেন, ‘৩১ আগস্ট ৩৬টি মৃতদেহ দাফন করা হয়েছে, যা মার্চে আমি দায়িত্ব নেওয়ার পর এক দিনে সর্বোচ্চ।’

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড