• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়লেন মালির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট

  আন্তর্জাতিক ডেস্ক

০৭ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৯
আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়লেন মালির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট
মালির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইব্রাহিম বোবাকার কেইতা (ছবি : রয়টার্স)

অবশেষে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন মালির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইব্রাহিম বোবাকার কেইতা। রবিবার (৬ সেপ্টেম্বর) মধ্যরাতে আচমকা দেশ ত্যাগ করেন ৭৫ বছর বয়সী এই নেতা। খবর বিবিসি নিউজের।

এর আগে গত মাসে এক নজীরবিহীন সামুরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন ইব্রাহিম। মূলত দীর্ঘদিন যাবত ইব্রাহিমের বিরুদ্ধে দুর্নীতি, অপশাসন, অর্থনৈতিক অব্যবস্থাপনাসহ বিভিন্ন অভিযোগে দেশব্যাপী গণবিক্ষোভ দেখা দিয়েছিল।

এই গণবিক্ষোভের সুযোগে সামরিক বাহিনীর একদল কর্মকর্তা তাকে গত ১৮ আগস্ট ক্ষমতাচ্যুত করেন। এর পর তিনি গ্রেপ্তারও হন। পরে অবশ্য তাকে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়।

আরও পড়ুন : পাকিস্তানে গাঁজা ব্যবহারের অনুমতি দিলেন ইমরান খান

তার দেশ ছাড়ার বিষয়ে মালির এক সামরিক কর্মকর্তা বলেন, তিনি চিকিৎসার জন্য সংযুক্ত আরব আমিরাতে গেছেন। তিনি স্ট্রোক করেছিলেন। ইব্রাহিমের সাবেক চিফ অব স্টাফ একই তথ্য জানিয়ে বলেন, তিনি সেখানে দুই সপ্তাহের মতো থাকবেন।

আরও পড়ুন : ইরানের বিরুদ্ধে মাঠে নামছে ইসরায়েল-আমিরাত, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

এ দিকে বেসামরিক কর্তৃপক্ষের কাছে ক্ষমতা হস্তান্তর নিয়ে মালির সামরিক জান্তা দেশটির বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছে। এমন প্রেক্ষাপটে দেশ ছাড়লেন ইব্রাহিম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড