• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্যাটেলাইটে ধরা পড়ল কিমের রহস্যময় সাবমেরিন!

  আন্তর্জাতিক ডেস্ক

২৬ আগস্ট ২০২০, ১৩:৫৮
স্যাটেলাইটে ধরা পড়ল কিমের রহস্যময় সাবমেরিন!
রহস্যময় সাবমেরিন (ছবি : প্রতীকী)

উত্তর কোরিয়ার জাহাজ তৈরির একটি জায়গায় (শিপইয়ার্ড) রহস্যজনক সাবমেরিন দেখা গেছে। স্যাটেলাইটে ধারণ করা ছবিটি এমন এক সময় প্রকাশ্যে এলো, যখন উত্তর কোরিয়া সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরিকল্পনার বিষয়টি জোরালো হচ্ছে।

চলতি বছরের মে মাসে ফোর্বস ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়, সাবমেরিন তৈরি করছে উত্তর কোরিয়া। তারও আগে ২০১৯ সালের আগস্টে স্যাটেলাইটে ধারণ করা ছবিতে দেখা যায়, উত্তর কোরিয়া এমন এক ধরনের সাবমেরিন তৈরি করছে, যা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নতুন এই সাবমেরিন আগেই পর্যবেক্ষণ করেছেন কিম জং উন। ফোর্বস ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়, এই সাবমেরিনের ফলে কিছু শত্রু রাষ্ট্র আরও হুমকিতে পড়ে যাচ্ছে।

আরও পড়ুন : লেবাননে ইসরায়েলি ফসফরাস হামলার রোমহর্ষক ভিডিও প্রকাশ

২০১০ সালের মার্চে দক্ষিণ কোরিয়ার একটি যুদ্ধজাহাজ বিস্ফোরক টর্পেডো দিয়ে ধ্বংস করে দেয় উত্তর কোরিয়া। আর সেটি উত্তর কোরিয়ার এমএস-২৯ ইউনো ক্লাস মিডগেট সাবমেরিন থেকে নিক্ষেপ করা হয়েছিল বলে বিশেষজ্ঞদের ধারণা।

আরও পড়ুন : হামাসের আক্রমণ থামাতে এবার কাতারের পথে ইসরায়েলি কমান্ডার

নতুন সাবমেরিনটি ওই সাবমেরিনের পরের ভার্সন বলে ফোর্বস ম্যাগাজিনের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সূত্র : নিউ ইয়র্ক পোস্ট

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড